রোজা আসলেই সবকিছু যেন গুবলেট হয়ে যায়।
যত না ঈদ বোনাস পাই, তারচেয়েও বেশি খরচের বহর দেখে দৈনিক একবার করে অজ্ঞান হবার অবস্হা আমার।
দিন দিন ভাগ্নে, ভাতিজার সংখ্যা বাড়ছে, শ্বশুরপক্ষের ও নতুন নতুন ছেলেপুলে হচ্ছে, সবাইকে যদি ঈদে টুকিটাকি কিছু দিতে যাই, তবে নিজের ত্রাহি অবস্হা হয়ে যাচ্ছে।
চারপাশে নানা দুস্হ মানুষেরা জাকাতের টাকা চাচ্ছেন, কিছু আত্মীয় আগে থেকেই জাকাত বুকিং দিয়ে রাখেন। অফিসের পিয়নরা ঈদে বখশিশ চায়, তাও আবার শুনিয়ে বলে, অমুক স্যার তো এতো টাকা দিলো!!!
রমজান মাসে গাড়িভাড়া, রিক্সাভাড়াও বেশি, সবাই খালি রোজার দোহাই দেয়।
রোজা শেষে বাড়ী যেতে দালালকে অতিরিক্ত টাকা দিতে হবে টিকেট কিনতে। ফিরতেও একই অবস্হা।
মাঝে মাঝে মনে হয়, আল্লাহ উঠায়া নাও, নইলে সিন্দুক ভরা গুপ্তধনের সন্ধান দাও, এই কেরানী জীবন আর ভালো লাগছে না। এইযুগে পকেটভরা টাকা না থাকলে কেউ তারে দাম দেয় না।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৪ দুপুর ১:৫৬