বিয়ে হলো চার বছর হয়ে গেছে। এর আগে প্রেম করেছি প্রায় ৬ বছর। তার সাথে অনেক লম্বা সময় পেরিয়ে এসেছি। মোটকথা প্রায় ১ দশক পেরিয়েছি আমরা দুইজন একসাথে।
কিন্তু হঠাৎ সেদিন রাতে বউ বললো, তুমি আমাকে আগের মতো ভালোবাসো না।
কেন? জিজ্ঞাসা করলাম।
বউ বলতে চাইলো না কিছু। বললো না, এমনিই মনে হলো।
শেষে আমার পীড়াপিড়িতে বললো, আগে তুমি আমাকে অনেক রোমান্টিক কথা বলতে, এখন তো বলো না।
আমি বললাম, ঠিক আছে, এখন থেকে বলবো আবার।
কিন্তু আমার কোনো রোমান্টিক কথাই মাথায় আসছে না। বউ প্রতিদিন একবার করে হলেও জিজ্ঞাসা করে, আজকে কি বলবে রোমান্টিক কথাটা?
একসময় প্রেম, ভালোবাসা নিয়ে অনেক পাগলামী করেছি কিন্তু এখন কেন জানি মাথা কাজ করে না। ছাত্রাবস্হায় আগে বলতাম, তোমাকে নিয়ে এই করবো, সেই করবো কত কি?
প্রত্যেকমাসে নিয়ম করে কার্ড গিফট করতাম, ব্যস্ততার কারণে একবার সময় পাই নাই, ঐ মাসের ৩১ তারিখ রাত সাড়ে নটায় গিয়ে তাকে কার্ড দিলাম শেষ পর্যন্ত। আরো কত পাগলামী করেছি, তার ইয়ত্তা নাই।
কেন যে এখন আমার মাথা কাজ করছে না, সেটা বুঝতে পারছি না।
আসলে আমি কি বুড়ো হয়ে যাচ্ছি?
নাকি দিন দিন বাস্তবাদী হচ্ছি? এখনো পাগলামী করতে ইচ্ছে করে, তবে তার আগে ভেবে নিই, এটা কতটুকু যুক্তিসংগত?
আমার বউকে নিয়ে লিখা আগের পোস্টগুলো।
আজকের সবটুকু ভালোবাসা আমার বউ এর জন্য।
২ বছরের বিবাহিত জীবনের টুকিটাকি।
বিবাহিত এবং দাম্পত্য জীবনে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ভাইয়েরা সাহায্য করেন।
প্রিয় বউ - তোমার জন্য
বউকে মাইনাস
প্রেমের পরীক্ষা দিতে গিয়ে মরিচের শরবত পান
জৌতিষীর ভবিষ্যতবাণী এবং আমার পরকীয়া প্রেম
স্মৃতিময় বৃষ্টি: আমার প্রেমের সেকাল আর একাল
আমি সরকারী চাকুরীজীবি তাই বউ আমাকে সরকারী কেরানী বলে ঠাট্টা করে
বউ, তোমাকে বলতে চাই, আবারো।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৫৫