গতকাল একটা সড়ক দূর্ঘটনায় অর্ধশত তাজা প্রাণ ঝরে গেল। এদের মধ্য থেকেই হয়ত কেউ জর্জ, কেউ ব্যারিষ্টার, কেউ ডাক্তার, কেউ প্রকৌশলী হতে পারতো। ৭৫ জন বিডিআর অফিসার মারা যাওয়াতে সরকারী ভাবে শোক পালন করা হলো। ৫০ জন নিরপরাধ স্কুল ছাত্র মারা গেল, তাদের জন্য আমাদের কি কিছুই করার নেই?
আসলে মাঝে মাঝে মনে হয়, আমাদের এতো মানুষ, ১০-২০ জন মারা গেলে কোনো খবর হয় না। আসল ঘটনা হলো, যার যায়, শুধু সেই বুঝে।
এতো গুলো প্রাণ ঝরে যাওয়ার পরও সরকারী ভাবে কোনো রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে না? ব্লগেও কোনো কালো ব্যানার দেখছি না। একের পর এক ১৮+ পোস্ট আর ছবিতে ব্লগ ভরপুর দেখলাম গতকাল রাতে।
আমরা কি শোক পালন করতে ভুলে যাচ্ছি। ভেবে দেখুন তো, যারা আদরের সোনা মানিক কে হারিয়েছে, তাদের কথা, তারা কি এই শোক সহজে ভুলতে পারবে?
আসুন, সবাই মিলে দোয়া করি, এই ছোট্টশিশুদের আত্মা যেন শান্তিলাভ করে। তাদের পরিবার যেন এই শোক সইতে পারে।
আমিন।
সামুতে কি ১ দিনের জন্য হলেও একটা কালো ব্যানার দিয়ে শোক প্রকাশ করা যায় না? তাহলে অন্তত ১৮+ পোস্টদাতাদের চোখে পড়ত।
সর্বশেষ: সামুতে কালো ব্যানার লাগানো হয়েছে।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১১ বিকাল ৪:০৭