ধোঁয়া
---------------------------------
দেরি করে হলেও অবশেষে এই পথেইফিরে এলাম
মাটি উপর অনেকের পদচিহ্ন উঠে আসে
বাতাসে বাজছে একটা খামখেয়ালি গান
সৃষ্টি হচ্ছে
ভাঙ্গাহচ্ছে...
আর
তারপর খুলে যাচ্ছে দরজা ...
আমার গালেরদুপাশে হাঁটুকে বেষ্টিত দুহাতের ফাঁকে
উঁকি দিচ্ছেতাদের শুন্য অবয়ব।
জুমচাষীদের ঐ মুখদ্যাখেই বুঝা যায়
পাহাড়ীজঙ্ঘায়এখন আর আদিম গন্ধ নাই
গোপিনীরা ঢুকেআছে ইদুরের গর্তে গর্তে
একমাত্র মাতালবুড়োভামটাই উল্টো ছুটে চলছে
চলতে
চলতে
হারিয়েও যাচ্ছে পুরো শুন্যশরীর
আর কর্তিতআঙ্গুলের ফাঁকে মিশে থাকলো
জগতের গোপন রহস্য।
---------------
আল্লাইয়ার
১৮-৬-১৩