ছায়াপথ
----------------------
চোখটা খোলা রেখো তুমি, আকাশটা আজ বৃষ্টি হবে
বক্ররেখায় বিন্দু এঁকে উপমায় ফোঁটে পিন;
পুরোটা-ই ঘেমে গেলে ধ’র তুমি চাঁদ
চুলের খোঁপা খুলেই কাদাভেজা শেঁকড় হবে।
জড় এই পথে যেখানে খুব গভীর জড়তায় চোখ
টিপে উড়ে আসে চিল; চাতকের প্রার্থনাকে অবশ্যই
ধরে নেব মীথ।
দেয়ালটা খালি রেখো; ছায়াদের খেলা হবে।।
----------------------
আল্লাইয়ার
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:০৭