আমি আসতেছি এইত!!!!
মাম আজ দেরি করলে আর কোরবানি করা হবে না!!!
চিন্তা নেই অপেক্ষা কর,আসব আর গরু কিনে বাড়ি ফিরব।
মামার কথা শুনে কাকতারুয়া হইয়া গেলাম। আজ নিয়ে মামার সাথে চতুর্থ দিন কোরবানির হাটে।ঢাকা থেকে আসার আগেই মামা আমাকে বলে আনছে এবার আগে ভাগেই হাটে যাবে। প্রতি বছরের মত ঘটনা অবশ্য আগের মতই এলাকার বাজার সব ঘোরা শেষ।মামার প্রথম দিন গেল পশু ঠিক করা নিয়ে।এ বার ঝামেলা মহা প্রকট, বাজার ঘুরে হবু মামি রেশমার সাথে পরামর্শ করে কেবল ঠিক করলেন এবার কি রকম গরু কিনবেন।মামির আবার লাল রং পছন্দ তাই মামিকে চমক দেয়ার জন্য লাল গরু কিনবেন।যেই ভাবা সেই কাজ খোজ দি সার্চ লাল গরু।এলাকার সব হাট খুজেও এক বারে লাল গরু পেলাম না।আজ শেষ দিন লাল, কালো,হলুদ নীল যা পাই কিনতেই হবে। মামার অপেক্ষায় আধা ঘন্টা বসে আছি।অবশেষে তার আগমন।মামা বেস সাজ গোজ করে আসছেন।
কি ব্যপার মামা এত দেরি কেন?দেখেত মনে হয় শশুর বাড়ি যাইবেন!!!
ভাগিনা নো ঝামেলা সাদা গরু পেয়ে গেছি!!
কন কি?? গুগল পাইছেন!! চাইলেন আর গরু এসে হাজির??
চেইত না ভাগিনা!!! হাটের ওই পাশে চল ফোনে আলাপ হইছে টাকা দেব আর গরু নিযে বাড়ি যাব!!!!
চলেন দেখি!
আরে দাড়া ফেইস বুকে এক বার চেক-ইন দেই !
মামা থাক গরু নিয়ে এক বারে ফটো আপলোড করেবন।
আচ্ছা চল........
হঠাৎ পিছন থেকে গুলির আওয়াজ !!!হাত উপরে তুলে বুকে ফু দিয়ে ঘুরে পিছনে তাকাইলাম!!!!মামার মোবাইলের রিং টোন!!!!মামির কল !!! এবার মাথার মধ্যে আনবিক বোমা ফাটল,অাধা ঘন্টায় মুক্তি নেই।
অবাক করার মত ঘটনা রেশমার কারিশমা দশ মিনিটে শেষ!!!! চললাম গরুর কাছে!!!গরু দেখে আমি মহা খুশি আর হাটে আসতে হবে না।মামা গরু দেখে খুশি হতে পারলেন একেত ইচ্ছেমত দাম তার উপর টুকটুকে লাল গরু পেলেন না।দরদাম মিটিয়ে গরু নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাটা দিলাম। পথিমধ্যে মামা থামলেন। তার নতুন কেনা মোবাইলটা আমার হাতে দিয়ে বললেন কয়েকটা ছবি তুলে আপলোড কর আর তোর মামিরে ট্যাগ কর!!!আমি কয়েকটা ছবি তুলে দিলাম। তার পছন্দ হলনা,আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নিজেই ছবি তুলতে লাগলেন।তিনি ছবি তুলতে গিয়ে একটু বেশি বেকে গরুর গায়ে লেগে গেলেন সম্মানিত গরু স্যারের মামার এই অদ্ভুদ আচরন পছন্দ হল না তাই মামার পিছন বরাবর এক কিক মেরে দিল। মামা চিৎপটাং......................
গরুর খবর জানি না আমি হাসপাতালে মামার বেডের পাশে। কেমনে জানি মামার কিক খাওয়ার ছবিটা ফেইস বুকে আপলোড হইছে। মামার বন্ধু বান্ধব সবাই কল করে ঘটনা আমার কাছ থেকে সত্যায়িত করে নিচ্ছে।কেবল রেশমা মামিকে সত্যায়িত করার দায়িত্বটা মামা নিজেই নিলেন। আমি আর কি করব যাই আমি বরং দেখে আসি গরু স্যারের কোন খবর আছে কি না.........................
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৪