আজব দেশের আজব রাজা, পার্থিব নেই শখ,
একটুখানি বেশী খেলে, কেশে উঠেন খক,
পোষাক তিনি পরেননা প্রায়, খরচা পাতির ভয়,
সবাই তাকে দেখে বলে, এমন রাজাও হয় !
তার উপরে মাথার ব্যামো রাত্রি থাকেন জেগে,
কানের কাছে ভাল কথা বল্লে উঠেন রেগে ।
সকাল বেলা বাগান জুড়ে হাটতে বের হলে,
দুচার খানা ইদুর ছানা রাখেন তিনি কোলে।
আজব রাজার শখ যে হলো, খাবেন গোটা কামান,
গোড়া রাজার, চাঁড়াল ইচ্ছে, কার বা সাধ্য থামান !!
দেশের সকল বাবুর্চিরা বিশাল কড়াই নিয়ে,
ভাজা শুরু করলো কামান, গরম তাজা ঘি-এ।
দিন পেরিয়ে সপ্তা গেল, লোহা কি আর গলে,
সেটাই এনে ফেললো তারা, রাজার পদতলে।
হেসে কহেন রাজা, আমি নইতো এতো বোকা,
ফাঁপা কামান আনলে তার ভিতর খাওয়া পোকা।
সব কটারে দেব ফাঁসি কচু গাছের সাথে,
আমায় বাজে কামান খাওয়ায় সাহস কত তাতে!!
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮