তোমারি বিহনে হেরি ওগো পরবাসী,
যত দিন যায়, আমি তত অভিলাশী
তোমারি বিরহ সহি উঠিতে না পারি,
তুমি শখী কি করিয়া আছো মোরে ছাড়ি ।
তোমারে বাধিতে আমি পারিব কি করে,
নিজে বাধা পড়িয়াছি মায়ার সাগরে,
ফিরিয়া না আসো যদি অভাগার দ্বারে,
মরিয়া যাইতে পারি তব হাহাকারে।
পরবাসী মেঘ হয়ে আসিয়ো উড়িয়া,
আসিয়া দাড়াইয়ো মোর দরজা জুড়িয়া,
বরষা ধারা ঢেলে ভাঙ্গিয়ো এ ঘোর,
সেদিন জীবন সাধ পুরো হবে মোর।।