হাঁচি আর কাশিতে লাগিল কি দ্বন্দ,
হাঁচি বলে আমি ভালো তোর গায়ে গন্ধ,
সারাদিন খক খক কি আজব শব্দ!!
তুই এলে রুগি সব হয়ে যায় জব্দ ।
কাশি বলে, আরে থাম, আসিয়াছো সাধু নাকি,
তোরে দেখে হাসি পায় তাই তোরে হাঁচি ডাকি,
তোর মত যন্ত্রনা কটা আছে দুনিয়ায়,
তুই এলে লোকজন চোখ বুঝে খাবি খায় ।
হাঁচি বলে ওরে ভ্যালা, গলা ব্যাথা কারে বলে,
তুই এলে লোক সব চলে যায় রসাতলে,
তোর সাথে কফ, থুথু চামচারা থাকে,
তুই এলে লোকজন ডাক্তার ডাকে।
মুখ সামলিয়ে বল, কাশি বলে চেচিয়ে,
বিপদেতে আমি রাখি লোকগুলো বাচিয়ে,
আমি এলে রুগি সব ঔষধ কিনে গিলে
আমার কারনে তারা কফ থুথু ছুড়ে ফেলে।
হাঁচি বলে, আমি বুঝি বসে বসে ধান কাটি,
আমি না থাকলে দেহে হত জিবানুর ঘাটি,
তাদেরকে ছুড়ে ফেলা আমারই তো কাজ, তাই,
তোর সাথে তর্কের আমার অত টাইম নাই।
এইভাবে হাসি আর কাশি চলে একে একে,
বেচারা রুগিটার দুর্দশা কেবা দেখে ।।