
আমার বন্ধু।
আমার সবচাইতে ক্লোজ ফ্রেন্ডের সাথে আমার যতো অমিলঃ
১।আমার রাজনৈতিক চিন্তাভাবনা আর তারটা সম্পূর্ণ বিপরীত।
২।জীবন নিয়ে আমার দর্শন আর তার দর্শন সম্পূর্ণ ব্যতিক্রম না হলেও অনেকাংশে মিল নেই।
৩। সে প্রচুর পড়াশোনা করে, আর পড়াশোনার নাম শুনলে আমার জ্বর চলে আসে।
৪। সে মিষ্টি পছন্দ করে, আমি ঝাল পছন্দ করি!
৫। সে ইন্টারনেট/কম্পিউটার নিয়ে জীবনেও ঘাটেনা, আমি ১৭-১৮ঘন্টা নেটে থাকি।
৬। তার মনে যথেষ্ট পরিমান প্রেম লুকায়িত,আমার মনে কোন প্রেম নাই।
৭। সে ফল খেতে/জুস খেতে পছন্দ করে, আমি করিনা।
৮। আমি প্রবল আড্ডাবাজ, সে আড্ডাবাজ না।
৯।সে ব্রাজিলের সমর্থক, আমি আর্জেন্টিনার।
১০। আমি ঘুরতে পছন্দ করি, বেড়াতে গেলে তার সাফোকেশন হয়।
১১।ইত্যাদি।
মিল:
তেমন একটা মিল নেই!
***আমরা প্রায় দুই যুগ ধরে বন্ধুতা ধরে রেখেছি তেমন কোন সমস্যা ছাড়াই!