যে ছাত্রকে 'আমার একটা গরু আছে' ট্রান্সেশন ধরলে 'আই হ্যাভ এ্য কাউ' এর পরিবর্তে বলে 'আই এ্যম এ কাউ' সেই ছেলেটা এবার প্লাস[+] পাইছে! ইভেন আজ পর্যন্ত নাম্বার/পার্সন ঠিক মত কইতে পারে না তারো ইংলিশে শক্তি নাকি প্রখর 'মডেল' পড়ে পড়ে! অথচ পার্টস অব স্পীচ কি জানেই না! ভয়েস ন্যারেশন তো দূরে থাক! :O
এদের দিয়া দেশ সাজালে দেশের উন্নতি তর তর করে উপর তালায় উঠিবেই বিশ্বাস!
ইভেন, যে দেশে 'সায়েন্স আর কমার্স' আর্টস এর মত করে পড়ানো হয় কথিত লিটেরেচারের মত করে তাদের আবার স্বপ্ন নাকি ডাক্তার হবার!
কোন একদিন ঘরের কুনো ব্যাঙ স্যারের বকা ঝকা খেয়ে ধরে নিয়ে টুকটাক বুক ফাড়া শিখছে[কোন ল্যাবে নাই তাই] সে কোনমতে মেডিকেল পড়ে একটা টেথিস্কোপ গলায় ঝুলায় 'ডাক্তার' নাম কইরা চেম্বার খুলবে শেষ রাস্তার মোড়ে...
'বিজনেস' বানানে অনেকাংশে ওলটপালট করিয়াও সবেগে কর্মাস পাশ করিয়া 'শেয়ার বিজনেস'র কণামাত্র না জানিয়া একসময় 'আবেদা/জবেদা' র নাম করে দেশ ভাঙ্গিয়া ফেলবে কোটি কোটি টাকার হিসেবে
এ বঙ্গ দেশে লেখা পড়ার যে হাল, তাহাতে শিক্ষার ব্যাপক উন্নতির কথা ভেবে আমাদের আগের থার্ড ডিভিশন/কিংবা শুরুর গ্রেড পয়েন্ট এর পিনপতন হয় নাই
অভিনন্দন