পরীক্ষা নেওয়ারই প্রয়োজন নেই : শিক্ষামন্ত্রী
মাত্র দুজন ইংরেজিতে ভর্তির যোগ্য?
মন্ত্রী: এসএসসিতে ৪০ ঘণ্টা এবং এইচএসসিতে ৪০ ঘণ্টা করে মোট ৮০ ঘণ্টার বেশি লিখিত পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা পাস করে। পরীক্ষায় ভাষাগত দক্ষতা, ইংরেজি জ্ঞান থাকে। আর অল্প সময়ে এমসিকিউ পরীক্ষা দিয়ে তাদের মেধা, যোগ্যতা, দক্ষতা যাচাই করা কোনো সঠিক পদ্ধতি নয়।
আমি মনে করি, এমসিকিউ দিয়ে শিক্ষার্থীদের মান নির্ণয় করা সম্ভব না। উদাহরণ হিসেবে বলব, আল্লাহ’র নামে কেউ টিক চিহ্ন দিলেও হয়তো ৪০ নম্বর পাবে। এবার ইলেকটিভ ইংলিশ যুক্ত করা হয়েছে, ইচ্ছাকৃতভাবে কঠিন প্রশ্ন করা হয়েছে। আমি মনে করি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়ারই কোনো প্রয়োজন নেই।
http://www.banglanews24.com/beta/fullnews/bn/328263.html
মাননীয় শিক্ষামন্ত্রী, চাকরী ক্ষেত্রেও যেমন বিসিএস বা এই ধরনের পরীক্ষাতে পরীক্ষায় প্রাপ্ত মার্কসের ভিত্তিতে চাকরীর সুযোগ করে দিন। জাতি আপনাকে পাবনা যাবার পুর্ব পর্যন্ত মনে রাখবে।