২৯ নভেম্বর/ হিমালয় হিমু: কুমিল্লায় ব্লগ দিবসের ডাক।
২৮ নভেম্বর/ ক্লান্ত তীর্থ : রাজশাহীতে ব্লগ দিবসের ডাক।
২৬ নভেম্বর/মোমেন মুন্না: ৬ষ্ঠ ব্লগ দিবস/ ব্লগারদের মিলনমেলা।
২৬ নভেম্বর/মুহিব জিহাদ: পুরাতন ব্লগারদেরকে ফিরে আসার আহবান।
২৩ নভেম্বর/ সোজা কথা: সিলেট ব্লগ দিবসের ডাক।
২২ নভেম্বর/ বাড্ডা ঢাকা: ব্লগ দিবসের গীতিকাব্য।
২০ নভেম্বর/ নেবুলা মোর্শেদ: বরিশাল ব্লগ দিবস।
১৯ নভেম্বর/ মোসাদ্দেক হোসেন: বন্ধুব্লগের সঙ্গে থাকার আগ্রহ।
১৯নভেম্বর/আফসানা যাহিন চৌধুরী : চট্টগ্রামে ব্লগ দিবসের ডাক।
প্রজন্ম, আমাদের লেভেলটা তো এত নীচু না, এটা তোমরা কী করলা? দ্বীন মুহাম্মদ সুমন
১৬ নভেম্বর/ মোমেন মুন্না: বরিশালে ব্লগ দিবসের প্রথম বিজ্ঞপ্তি
১৬ নভেম্বর/ মোঃ মোসাদ্দেক হোসেন : দিনাজপুরে ব্লগ দিবসের ডাক।
১৬ নভেম্বর/ পরিবেশ বন্ধু: কেমন হবে ৬ষ্ঠ ব্লগ দিবস
১৫ নভেম্বর/ আলম দীপ্র: কিশোরগঞ্জে ব্লগ দিবসের ডাক।
১৪ নভেম্বর/ একলা ফড়িং: খুলনায় ব্লগ দিবসের বিজ্ঞপ্তি ও তথ্য।
১৩ নভেম্বর/ মৃদুল শ্রাবণ: ব্লগ, বাংলা ব্লগের জন্ম তথা সামহোয়্যারইনের শুরু, ব্লগ ও প্রিন্টিং মিডিয়ার তুলনামূলক চিত্র, ব্লগের ভবিষ্যৎ, ব্লগারদের করণীয় এবং আসন্ন ব্লগ দিবসের আয়োজন নিয়ে চমৎকার একটি লেখা দিয়েছেন।
---------[স্টিকি থাকাপর্যন্ত আপডেট চলতে থাকবে]---------
বাংলা পৃথিবীর ৪র্থ বা ৫ম বৃহত্তম ভাষা। কিন্তু ব্লগ ও ব্লগারের সংখ্যার বিচারে এর অবস্থান আরও অনেক ওপরে হবার কথা। আত্মত্যাগ আর একত্রিত হবার শক্তিতে এটি পৃথিবীর এক নম্বর ভাষা নিঃসন্দেহে। হাজার হাজার ব্লগার একই প্লাটফরমে লিখছে এরকম পরিস্থিতি পৃথিবীতে আর কোথাও আছে জানা নেই। অসংখ্য হিট ও মন্তব্যের আদান প্রদান করে পৃথিবীর বড় বড় সোশাল মিডিয়ার সাথে তুলনীয় অবস্থান সৃষ্টি করেছে, এরকম দেশ কি আরেকটি আছে? ব্লগাররা একত্রিত হয়ে ‘আরব বসন্ত’ অথবা ‘ওয়ালস্ট্রিট-দখল-করো’ আন্দোলন এর চেয়েও বড় অভ্যুত্থান সৃষ্টি করে সমগ্র পৃথিবীতে সাড়া জাগিয়েছে। দেশের কোটি জনতার মুখে শুধু ব্লগ ও ব্লগার; সংবাদের প্রথম পৃষ্ঠা জুড়ে এবং ইলেকট্রনিক মিডিয়ার সমস্ত কাভারেজ নিয়ে শুধু ব্লগ ও ব্লগার। ব্লগ নিয়ে এরকম অভিজ্ঞতা কি আরও কোথাও আছে?
ইতিবাচক হোক নেতিবাচক হোক, প্রচারণার প্রবণতা এবং ব্লগারদের ক্ষমতা বিবেচনা করলে, ব্লগারদের জন্য এটি একটি শক্তিশালী প্রেরণা। মতভিন্নতায় আমরা সকলে এক। মুক্তচিন্তার বিকাশের পথে আমাদের লক্ষ্য অভিন্ন। সকল বৈচিত্র নিয়ে আমরা সকলে এক। ব্লগ এখন সামাজিক মাধ্যম তো বটেই - একই সাথে সংবাদ ও জনমত গড়ার মাধ্যম। বিভিন্ন দেশে বাস করলেও স্বদেশপ্রেমের আবেগে আমরা ভুলে যাই মতের ভিন্নতা। প্রবাসে বসে এখন আমরা শুধু হোমসিকনেস আর নস্টালজিয়ায় থাকি না, স্বদেশকে গড়ে তোলার জন্য গড়ে তুলছি গুরুত্বপূর্ণ জনমত। আমরা সত্যিই এক, কারণ আমরা বাংলাদেশী একথা কেউ অস্বীকার করতে পারি না।
একদিনের জন্য এবার আমরা বাংলাদেশী হিসেবে এক হতে পারি। রাজনৈতিক বা মতাদর্শগত বিবেদ থেকে একটি দিনের জন্য আমরা বের হয়ে আসতে পারি। একদিন একত্রিত হয়ে বাংলাদেশী ব্লগারদের অপরিমেয় শক্তিকে উৎযাপন করতে পারি না আমরা? তারপর না হয় আবারও ফিরে আসলাম ব্লগে, শুরু করলাম লিখিত বিতর্কের ঝড়, আবারও ট্যাগিং? কে মানা করবে আমাদের? কে করতে পেরেছে? এমন হতে পারে না যে, ব্লগ দিবসে সকল ব্লগার এক, শুধু ব্লগে এসে তারা বিভিন্ন?
৬ষ্ঠ ব্লগ দিবসের কথা...
মুক্ত চিন্তা, দায়িত্বশীল প্রকাশ, আত্মশক্তির বিকাশ, শোষণমুক্ত সমাজ, উন্নত স্বদেশ গড়ার অঘোষিত প্রতিশ্রুতি নিয়ে বাংলা ব্লগের যাত্রা হয়েছিলো ২০০৫ সালের ডিসেম্বরে। সামহোয়্যারইন ব্লগের মধ্য দিয়ে। পরবর্তিতে আরও কিছু অনুগামী ব্লগের উপস্থিতিতে ২০০৯ সাল থেকে বাংলা ভাষাভাষী ব্লগাররা ব্লগ দিবস পালন করতে শুরু করে। পরবর্তি বছরগুলোতে বিভিন্ন উপায়ে ব্লগ দিবস পালন করার পর এখন ৬ষ্ঠ ব্লগ দিবসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছি। ঊনিশে ডিসেম্বর রোজ শুক্তবার। প্রস্তুতি গ্রহণের জন্য প্রয়োজনীয় সময় আমাদের হাতে আছে। এই সময়কে ব্যয় করতে চাই একটি অভিন্ন বিষয় নিয়ে: কীভাবে সফলভাবে ৬ষ্ঠ বাংলা ব্লগ দিবস উদযাপন করা যায়। ব্লগ ও ব্লগার নিয়ে আত্ম-অনুসন্ধান করতে চাই।
২০১৩ সালটি ছিলো বাংলা ব্লগের জন্য এক নির্দয় ক্রান্তিকাল। ওই সময়ের অপর প্রান্তে আজ আমরা অবস্থান করছি। বিরাজ করছে অন্য রকম এক ব্লগীয় সমাজ। এর আগে অনেক মেরুকরণ হয়েছে - সৃষ্টি হয়েছে ভাবনা ও ভাব প্রকাশের বৈচিত্র। অনেক রকমের লেবেল যুক্ত হয়েছে ব্লগারদের নামে। কিছু ঠিক, কিছু প্রোপাগান্ডা, তবে সবটুকুই আরোপিত। এরকম একটি প্রেক্ষাপটে এবারের ব্লগ দিবস কী বার্তা নিয়ে আসছে আমাদের জন্য?
ব্লগ দিবসের আগমনে কিছু বিষয়ে আমরা একত্র হতে চাই...
ব্লগ দিবস হোক বৈচিত্রের মধ্যেও ‘এক’ হবার দিন
ট্যাগমুক্ত হবার দিন – এবারের ব্লগ দিবস হোক ‘নো ট্যাগ ডে’
অথবা ‘ওয়ান ট্যাগ ডে’ সেটি হলো ‘ব্লগার’
জাতীয় ‘ট্যাগ দেবো না - ট্যাগ নেবো না’ দিবস!
একান্তই বাংলাদেশি ব্লগারদের উৎসব – ‘দায়িত্বশীল মুক্তচিন্তার’ বিকাশের উৎসব
ইতিবাচকতাকে উচ্চে তুলে ধরা এবং নেতিবাচকতা থেকে সরে আসার উপলক্ষ।
এন্টি-ব্লগার প্রপাগান্ডা থেকে সৃষ্টি হোক প্রো-ব্লগার ইমিজ।
লেখক কবি সাহিত্যিক পেশাজীবি শ্রমজীবি রাজনৈতিক দলীয় কর্মী,
যারা ব্লগে লিখেছেন ও মন্তব্য দিয়েছেন
তারা সকলেই ব্লগার – নো পোলারাইজেশন ইন ব্লগার আইডেন্টিটি।
ব্লগ দিবস হোক ‘সকল ব্লগারের’ দিবস!
সবার আগে আইডিয়া আসুক:
• কী হতে পারে ২০১৪ সালের ব্লগ দিবসের প্রতিপাদ্য বিষয়?
• কী হতে পারে এর কর্মসূচি?
• শোভাযাত্রা হবে নাকি হবে না? রক্তদান কর্মসূচি? পোস্টার /ব্যানার? থিম সং? লোগো?
• মিছিল হলে, কোথা থেকে এর শুরু হবে? কোথায় হবে শেষ?
• শুধু জাতীয় পর্যায়ে হবে, নাকি ব্লগারদের অবস্থান মোতাবেকও হবে?
• বিভিন্ন জেলা এবং বিভিন্ন দেশে অবস্থানকারী ব্লগার ব্লগ দিবস নিয়ে কী ভাবছেন?
• অতীতের ৫টি দিবস থেকে প্রয়োগযোগ্য শিক্ষাগুলো কী ছিলো?
• এসব বিষয়ে এখানে মন্তব্য হতে পারে, পোস্ট তো অবশ্যই হতে পারে।
ব্লগারদের প্রতিক্রিয়া, মন্তব্য এবং প্রস্তুতির ওপর নির্ভর করছে ৬ষ্ঠ ব্লগ দিবসটি কেমন হবে। আজ হতে সেটি শুরু হোক! ব্লগ কর্তৃপক্ষ অবশ্যই যথাসময়ে আমাদেরকে জানাবেন তাদের প্রস্তুতির বিষয়ে। ব্লগ দিবস হোক সার্বজনীন এবং সকল ব্লগারের দিবস!
-------------------------
বিগত ব্লগ দিবসগুলো থেকে কিছু তথ্য
পঞ্চম ব্লগ দিবস ২০১৩: দ্য ডেইলি স্টার
বাংলা ব্লগের বছর: সামহোয়্যারইন সম্পাদকের বিশেষ আর্টিকেল
ফটো ব্লগ: অন্যমনষ্ক শরৎ
চতুর্থ ব্লগ দিবস ২০১২: প্রতিবেদন
আয়োজনের খবর
তৃতীয় ব্লগ দিবস ২০১১: ফটো ব্লগ
আয়োজনের খবর
দ্বিতীয় ব্লগ দিবস ২০১০: ফটো ব্লগ
আয়োজনের খবর
প্রথম ব্লগ দিবস ২০০৯: প্রথম ব্লগ দিবসের প্রস্তাবনা
প্রেক্ষাপট এবং অভিজ্ঞতা
ব্লগে বিচরণ করলে এরকম অগণিত পোস্ট পাওয়া যাবে।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৪