নয় মাস কেটে গেলো
তবু একটি মিসকল এলো না....
এলো না এলোপাতারি একটা টেক্সট ম্যাসেজ
কিংবা রঙ্গিন খচিত ফটো ।।
বসন্ত এলো ;
কিন্তু আমার দ্বারে এলো না
বসন্তের কোকিল...
হৃদয়ের লেনা দেনা
একচিলতে আর হলো ...
জানি চৈত্র আসবে
খাঁ খাঁ করবে ঐ বিস্তীর্ন মাঠ
কিংবা মনুর জলে রৌদ্রের সাথে খেলা করবে চিক চিক শাদা বালি...
হয়ত এভাবেই কেটে যাবে
একটা বছর
একটা যুগ
একটা শতাব্দী
কিংবা ছিদকুটে একটা জীবন ।
আপন গতিতে চলবে প্রাকৃতিক এই বিলাস চক্র ।নিয়ম ভাঙ্গার অপরাধে হয়ত আর কেও কান ধরবে না । বলবে না দুঃখিত...
রগচটা মস্তিষ্কে ঘুন ধরেছে
ভালোই আছে সে
ভালো থাকুক ।
বড় নিষ্টুর এ নাট্যমঞ্চ ।
বড়ই অদ্ভুদ এ খেলা ।