বলুন তো অফিসিয়াল কাজে কোথায় কোথায় গাউন ব্যাবহার করা হয়? মাত্র তিনটি জায়গায়।
১) ধর্মীয় কাজে
২) বিচার কাজে এবং
৩) শিক্ষা ক্ষেত্রে
তিন নাম্বারটা নিয়ে সন্দেহ? কেন গ্রাজুয়েশন এর সময় গাউন পড়েননি?
এই ভুমিকা করার একমাত্র কারণ আপনাদের মনে করিয়ে দেয়া শিক্ষার গুরুত্ব। বলা হয় এটা ঈশ্বর প্রদত্ত। তাই যে ডিগ্রী দেয় এবং যে নেয় সবাই গাউন পড়ে।
এবার ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরিক্ষার রেজাল্ট দেখলাম। ক ইউনিট ২০%, খ ইউনিট ১৪%, গ ইউনিট ১৭% এবং ঘ ইউনিট মাত্র ৯% পাশ!!!!!
অথচ দেশ এ প্লাস এর বন্যায় ভেসে যাচ্ছে। জেলায় জেলায় এ প্লাস দের সম্বর্ধনা!!! অথচ ভর্তি পরিক্ষায় পাশের হার????
এইচ এস সি লেভেলের মান কি এতই নেমে গেলো যে সামান্য পাশ মার্ক তুলতে পারছে না? নাকি ঢাকা ইউনিভার্সিটি তার এন্ট্রি লেভেল এর মান অনেক উপরে তুলে দিয়েছে?
শিক্ষাটা নিয়ে প্লিজ খেলাধুলা বন্ধ করেন। শিক্ষার স্থান অনেক উপরে।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৭