গতকাল অফিস শেষ করে রেজিস্টার্ড বন্ধুটাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। সপ্তাহে দুই দিন এরকম আমাদের ঘুরতে যাওয়া হয়। উদ্দেশ্য হাঁটাহাঁটি, খাওয়াদাওয়া কিংবা কখনো নদীর ঘাটে যাওয়া এবং রিফ্রেশমেন্ট। তার সাথে সময়টা বেশিরভাগ সময়ই ভালো কাটে আমার। গতকাল হাঁটাহাঁটির এক পর্যায়ে দেখলাম সে একজন মেয়েকে ঘুরে ঘুরে বার দুয়েক দেখলো। তারে বললাম -
সে তোমার ভাতিজি বা ভাগ্নি হয়। ( অল্প বয়সী কাউকে আমি তার ভাগ্নি বা ভাতিজি বানিয়ে দেই। এর চেয়ে বেশি বয়সী হলে সে নিজেই তাকে তার বান্ধবী বানিয়ে নেয়। )
সে হাসলো আর স্বভাব সুলভ ভঙ্গীতে গুনগুন করে গান গাইতে লাগলো। সে এমন এমন বাংলা গান গায় যা আমি তেমন শুনিইনি। নিজের পছন্দমত সুর, লিরিক বানিয়ে গাইতে থাকে। আর আমাকে ক্ষেপাবার জন্য বাংলা সিনেমার কিছু গান অবশ্যই গাইবে। এই মুহূর্তে ঐ আজব গানের লাইন আমার মনে আসছে না যদিও। তো সে তার ভাতিজি বা ভাগ্নিকে দেখে আমার কানের সামনে গান ধরলো -
আমি আবার একটা প্রেম করিতে চাই গো সখী... ( অবধারিতভাবে নিজেই নিজের গানের সুর বানিয়েছে )
আমি হাঁটা থামিয়ে দিয়ে তাকে জিজ্ঞেস করলাম -
আচ্ছা তোমাদের পুরুষদের মাঝে এই ব্যাপারটা কেন হয় বলবা? নিজের গার্ল ফ্রেন্ড বা বউ পাশে থাকলেও তোমাদের ভিতর " রিকিঝিকি" হয় কীভাবে? তোমার কি এই বয়সে এসেও আবার প্রেমে পড়ার মত সম্ভাবনা আছে কিংবা ইচ্ছা করে আবার প্রেম করতে?
সে বললো -
তোমাকে খুশি করতে বলবো নাকি নির্ভয়ে বলবো?
আমার উত্তর -
সত্যিটাই বলো। নির্ভয়ে বলতে না দিলে তো সত্যিটা তো আলোর মুখ দেখবে না।
তার উত্তর -
সত্যি বলতে আমার নতুন করে এই বয়সে এসে প্রেমে পড়ার বা প্রেম করার ইচ্ছা নাই। কিন্তু তার চেয়েও বড় সত্যি কোন পার্টিতে গিয়ে যদি অপজিট সাইড থেকে দেখি কেউ দুষ্টামি করছে বা তাকাচ্ছে বা তোমার ভাষায় " টাংকি" মারছে আমিও যে রেসপন্স করি না তা না। ভালোই লাগে। কিন্তু এই ভালো লাগা বেশিক্ষণ নিতে পারি না। চোখের মধ্যে তোমার বড় বড় করে তাকানো অবাক চোখ আর বাচ্চারা এসে হানা দেয়। তখন ভালো হয়ে যাই। এবার তুমি বলো তোমার এমন হয় না রাস্তায় হ্যান্ডসাম কাউকে দেখলে তাকে দেখতে বা একবারের জায়গায় তিন চারবার ঘুরে ঘুরে তাকাতে, দুষ্টামি করতে?
- না আমার এমন হয় না। সত্যি বলতে ইচ্ছাটাই হয় না। আমার চোখে তুমিই একমাত্র হ্যান্ডসাম
- এমন ইচ্ছে না হওয়ারই কথা। চেহারা সবসময় যেমন সিরিয়াস বানায় রাখো, চোখ মুখ শক্ত করে রাখো আর কেমন একটা মারপিট করার ভঙ্গী নিয়া রাস্তা দিয়ে হাঁটো, কেউ তোমার সাথে যে একটু ফান করব সে সাহস কারো আছে নাকি!
- কিছু করার নাই। এইটা আমার অটো হয়ে যায় জানোই তো
- হুম দুর্ভাগ্য। জীবনের মজাটাই বুঝলা না।
- এমন মজার দরকার নাই
- এই যে আবার সিরিয়াস হয়ে গেলা। তারপর সে তার স্বভাবসুলভ একটা কমন গান গাইলো -
" বন্ধু হতে চেয়ে তোমার, শত্রু বলে গণ্য হলামমমমমম ..." । চলো চা খাই আর খাইতে খাইতে তুমি আরো সিরিয়াস হওয়ার সুযোগ পাবা।
এটা নিতান্তই আমার ব্যক্তিগত কিছু কথা। তবুও শেয়ার করলাম, শুধু পুরুষ বলেই না, নারীদের মাঝেও এমনটা হয়। নিজের সঙ্গী থাকার পরেও কেন অন্য দিকে তাকিয়ে একটু মজা করতে হয়; হোক সেটা ফান। আসলে কি এমন রহস্য আছে এর মাঝে আমি নিজেও বুঝি না। এটা কোন সিরিয়াস জিজ্ঞাসা না বা সিরিয়াস পোস্ট না। হাল্কা পোস্ট।
ব্লগর ব্লগর আরো চলবে ...
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১৩