কাউয়া এবং কাকপাখি ২ এর পার্থক্য:
১। কাউয়া কখনো কখনো বেকুব হতে পারে কিন্তু কাকপাখি ২ কখনোই বেকুব হতে পারে না । উদাহরণ:কাউয়া কোন খাবার চুরি করে নিয়ে লুকিয়ে রাখার সময়ে চোখ বুঁজে রাখে। বেকুব কাউয়া ভাবে যে, বস্তুটি রাখার সময়ে যেহেতু সে কাউকে দেখতে পায়নি তাই অন্য কেউও তার খাবার দেখবে না। যদিও কাকপাখি ২ এক অদৃশ্য অন্ধকারকেই মহাবিশ্বের সকল শক্তির উৎস বলে মনে করে তবুও সে কখনোই কাউয়ার মত বেকুব হতে পারে না।
২। কাউয়া সারাদিনই কা-কা করে ডাকে এবং কাকপাখি ২ প্রতিবার টয়লেট থেকে ফিরেই একবার করে ‘নাস্তিকরা কেন বেকুব’ পোস্টটি দেয়। কিন্তু কাকপাখি ২ এর পোস্টটিকে কিছুতেই কাউয়ার কা-কা শব্দের সাথে মিলানো যায় না।
৩। কাউয়া একটি প্রোপার নাউন হলেও কাকপাখি ২ একটি বিশেষ বিশেষণের ব্লগীয় ভার্সন।
৪। হ-য-ব-র-ল এ কাউয়া বলেছিল ১৪ এর ৪ নামে হাতে থাকে পেন্সিল। কিন্তু কাকপাখি ২ তার হাতে কখনো পেন্সিল রাখে বলে আমরা শুনিনি।
৫। কাউয়া শব্দটিকে একটু এধার-ওধার করলেই হাবিজুবি শব্দ তৈরী হয় কিন্তু কাকপাখি ২ শব্দটিকে যেভাবেই পড়ুন না কেন এটা দিয়ে আপনি একটি বিশেষ বিশেষণ ছাড়া আর কোন মানেই বুঝবেন না।