আমার জন্য তোমার চুল বাধতে হবে না। খোপাটা এলোমেলো করেই এসো। এলোচুলেই ভাল লাগে তোমাকে। মেখো না কোন সুগন্ধি শরীরে। তোমার ঐ পরিশ্রান্ত বা শান্ত দেহের নিজস্ব তোমার স্বতন্ত্র গন্ধটাই আমার প্রিয়।
তুমি কাজল চোখে কখনও তাকিও না আমার দিকে। আমি তোমার অলঙ্কারহীন কালো চোখেই আমার মরনকে খুজে নেব। আমার জন্য তোমাকে কোন উপটান মাখতে হবে না। তুমি যতটুকু-যা, তাই আমার জন্য যথেষ্ট।
আমার সাথে কথা বলতে তোমাকে কখনও সাজাতে হবে না কোন শব্দমালা। যদি তোমার কথায় কোন ভুল হয়, বা খেই হারিয়ে ফেলো, তাই সই! তবু তুমি আমার জন্য নিজেকে আরোপিত কোন যন্ত্র বানিয়ে ফেলো না।
তুমি যা আছো তাই থাকো। একটু এলোমেলো, চলনে বলনে। বা একটু হিংসুটে-স্বার্থপর, ভালবাসার প্রশ্নে।
তুমি থাকো তোমার মত করে। ঠোঁটের কোনে একটু হাসি নিয়ে বা একটু আদুরে অভিমানী হয়ে।
আমি তোমার অস্তিত্বে-মনে, তোমাতেই বিলিয়েছি সামগ্রিক তোমাতে। বাড়তি কোন বাহুল্যের রাখিনি কোন প্রত্যাশা।
এ আমার প্রেম নয়,
তোমার জন্য ভালবাসা!
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪২