নিঃসঙ্গ পথিক
কতটা ক্লান্ত তুমি?
কতখানি দেখেছ এই পৃথিবীর জমি?
এই আমি!
শতাব্দী ধরে হেটে চলেছি সীমাহীন প্রান্তরে।
হাজার সে চেনা অচেনা পথ পেরিয়ে
যুগে যুগে ছুঁয়ে এসেছি
নিদারুন বেদনার সভ্যতাকে।
ছুঁয়ে এসেছি নির্মম কোলাহল আর
বাঁকে বাঁকে ক্ষয়ে ফেলেছি নিজেকে।
পথে পথে ছায়া পড়ে থাকে,
ভেঙ্গেচুরে গড়ে ওঠে আবার।
কতবার ক্ষয়ে ক্ষয়ে জন্ম নিয়েছি!
ফেলা আসা পথে-
ফিরে চেয়েছি ধূসর চোখে কতবার!
দিগন্ত জুড়ে... বাকিটুকু পড়ুন