একঃ
আকাশের সব তারারা জানে তোমার কথা।
অলংকারহীন এ প্রণয়ে সাজবে যদি,
বিষণ্ণতায় দুঃখ মেখে
ফিরে যাবে যদি কোলাহলে,
তবে এ অবেলায় কেন এলে?
দুইঃ
ব্যাকুল তৃষ্ণা নিয়ে হেটেছি অনেক পথ-
জীবন নিয়ে বাজি ধরে আগন্তুক বেসে।
প্রেম তো এক জলাঞ্জলির নাম!
প্রতিবার হেরে গেছি কৃষ্ণচূড়া ভালবেসে।
তিনঃ
বুকের ভেতর নির্জন কোলাহল,
আর কত দূরে নিয়ে যাবি, বল?
চারঃ
এখনও তোমার শরীরের ঘ্রাণ
লেগে আছে আমার বুক পকেটে!
পাঁচঃ
ভালবাসেনি, না বাসুক!
তবু ভালবাসি তারে।
ভালবাসি শুধু
ভালবাসার অধিকারে।
ছয়ঃ
থাকবে নাকি দুঃখ হবে,
রাত পোহালে ভুলে যাবে,
কার কি তাতে?
আমিও পারি দুঃখ হতে,
মনের ঘরে আগুন দিতে,
কার কি তাতে?
সাতঃ
ইচ্ছে হলেই আমি এখন কাঁদতে পারি।
এবং ইচ্ছে না হলেও!
ইচ্ছেরা এখন ভীষণ নিয়ন্ত্রনে আমার!
আটঃ
এ তোর কেমন খেলা বল,
ইচ্ছে হলেই ছুড়ে দিস!
সারাজীবনের অভিশাপ তোকে,
তুই কারও প্রেমে পড়িস!
নয়ঃ
অজানা দেশ, অজানা শহর।
অচেনা পথে অবিরত মানুষের মুখ।
এই ইমারতের ভীরে, রাজপথে নগরে,
আমি এক অচেনা আগন্তক।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২১