আমার শ্রমের ফসল যাদের ঘরে যায়
কেউ কেউ তাদেরকে ‘বিশিষ্টজন’ বলে!
আমার ফসল লুটে মনিবের পায়ে রাখে যারা
কেউ কেউ তাদেরকে ‘মেহনতি মানুষ’ বলে!
মানুষ তো দূরের কথা
আমার ভোট হয়ে বাঁচার অধিকারটুকুও কেড়ে নেয় যারা
কেউ কেউ তাদেরকে ‘জনদরদী জননেতা’ বলে!
অশিষ্টজনকে ‘বিশিষ্টজন’, লাঠিয়ালকে ‘মেহনতি মানুষ’ আর
অধিকার হরণকারীকে ‘জনদরদী জননেতা’ আখ্যা দিয়ে
যারা পত্রিকায় নিবন্ধ ল্যাখে কিংবা টিভিতে বক্তব্য দেয়
কেউ কেউ তাদেরকে ‘বুদ্ধিজীবী’ বলে!
অনিরাপদ জনপদ, মানুষের বিপন্নতা আর
নিরানন্দ যাপিত জীবনের কারণ মূলত ‘কেউ কেউ’!
ঢাকা
১৫ ডিসেম্বর, ২০২৩
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪৪