কবে পৃথিবীটা বাউলের হবে! (ভিডিও)

সাহিত্য, নাটক, সিনেমা, সংগীতকে আমি দেখি সিরিয়াস ধরনের কাজ হিসেবে। কারণ, এসব শিল্প মানুষের মানসপটে খুব প্রভাব ফেলে, একটা সমাজের চরিত্র গঠনে প্রভাব ফেলে। ফলে এসব শিল্পের সঙ্গে তাদেরই যুক্ত হওয়া উচিত যাদের নূন্যতম মূল্যবোধ আছে, সততা আছে, শিকড় ও সংস্কৃতি সম্পর্কে ধারণা আছে, ইতিহাস সচেতনতা আছে, সু-রুচি আছে। কিন্তু... বাকিটুকু পড়ুন
একটা উন্মুল ও উন্মাদ সম্প্রদায়। পৃথিবীর ইতিহাসে এমন আর দ্বিতীয়টি নেই। নিজের শিকড় থেকে বিচ্যুত হলে যা হয় আর কী, সুতো ছেঁড়া ঘুড়ির মতো ঘুরপাক খায় আর নিন্মগামী হয়! এমন নির্বোধ যে নিজেদের পতনও টের পায় না। সংগীত, চিত্রকলা, ভাস্কর্য, কবিতার (সৃষ্টিকর্তার বন্দনা ব্যতিত) মতো নান্দনিক শিল্পের বিরোধীতা করা এক... বাকিটুকু পড়ুন
তুমি যেদিন চুলে লাল ফিতে বেঁধে বিনুনি করলে প্রথম-
জল-দীঘিতে তোমার ছায়া দেখে মনে হলো, যেন লাজুক প্রতিমা
স্বর্গ, মর্ত্য বিনাশের অবিনশ্বর ক্ষমতা নিয়েও, ধীর এবং শান্ত
মঠের প্রাজ্ঞ সন্ন্যাসিনীর মতো দুর্লভ ক্ষমতার অধিকারী, অথচ শান্তিকামী
কুমারী মেরির মতো পবিত্র।
তোমার সর্পচূড়া বিনুনি দেখে প্রেমে পড়লো কাঁটা বৃক্ষ-
তুমি ছুঁয়েও দিলে আলতো করে
বৃক্ষ শুষে নিলো... বাকিটুকু পড়ুন