বিবিসিতে শুনলাম বাংলাদেশের পার্বত্য
অঞ্চল বান্দরবানের থানচি উপজেলায় দুর্গম পাহাড়ি এলাকায় 'তীব্র খাদ্য সংকট' চলছে।
আমার প্রশ্ন হলঃ আমরা যদি খাদ্যে স্বয়ং সম্পন্ন হই কাহলে থানচির মানুষ না খেয়ে থাকে কেন। কেন তারা প্রাকৃতিক আলু খেয়ে দিন যাপন করতে হয় কেন?
কিছুদিন আগে শুনলাম খাদ্য শস্য রপতানি করেছে সরকার। দেশের মানুষকে উপস রেখে খাদ্য রপতানি করল কেন?
বান্দরবন জেলা প্রশাসককে এ খাদ্য সংকট সর্ম্পকে প্রশ্ন করা হলে তিনি তা অস্বীকার করেন। তিনি জানান যে থানচি উপজেলার কিছু সংখ্যক লোকদেরকে আমরা ২০ কেজি করে চাওল দিচ্ছি। এটা খাদ্য সংকট না এটা খড়া। প্রশ্ন হলো এটা খাদ্য সংকট না হলে সরকার ২০ কেজি করে চাওল দিচ্ছি আমরা আরো খাদ্যের জন্য সরকারের কাছে জানিয়েছি, তা কেন?
থানচিরাও আমাদের বাংলাদেশের অংশ আরা খেলে তারাও খাবে। না খেয়ে যেন কোন লোক এই বাংলায় না থাকে।
দূর্ত তাদের খাদ্যের ব্যবস্থা করোন।