গ্রিক বংশদ্ধুত মিশরীয় এসট্রনোমার এরিসটারকাস সর্বপ্রথম পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে তত্বটি প্রবর্তন করেন । তার তত্ব অনুসারে সূর্য- নক্ষত্ররাজি স্থির, কেবল পৃথিবী সূর্যের চারদিকে ঘুর্নায়মান । পরবর্তিতে ১৫৪৩ সালে রেনেসান এসট্রনোমার নিকোলাস কপারনিকাস তত্বটিকে নিয়ে নতুনভাবে গবেষণা শুরু করেন এবং ইউনিভার্স এর একটি নতুন মডেল উপস্থাপন করেন যেখানে তিনি পৃথিবীকে অন্যান্য গ্রহের মতই সূর্যের চারদিকে আবর্তনশীল একটি সাধারণ গ্রহ হিসেবে উপস্থাপন করেন । পরবর্তিতে নতুন উন্নত টেলিস্কোপ এর সহায়তায় পর্যায়ক্রমে গেলিলিও এবং আইজাক নিউটন কপারনিকাস এর তত্বকে প্রতিষ্ঠিত করেন ।
এই সিদ্ধান্তে আসতে তারা অসংখ বৈজ্ঞানিক বিশ্লেষণ, গাণিতিক ক্যালকুলেশন, গভীর পর্যবেক্ষণ প্রভৃতির সমন্বয় ঘটিয়েছেন । কিন্তু তাদের বিশ্লেষণ কতটুকু নির্ভুল সেটা নিয়ে অনেকের মধ্যেই গভীর সংশয় বিরাজমান । বেশ কিছু মৌলিক প্যারামিটার রয়েছে যেগুলো দ্বারা পৃথিবীর ঘুরাঘুরি নিয়ে "ওসকল বিজ্ঞানীদের" বিভিন্ন সরস গাল গপ্পের ব্যপারে সিদ্ধান্তে আসা যায় । তন্মদ্ধ্যে একটি প্যারামিটার নিয়ে এখানে হালকা আলোচনা করা হলো ।
পৃথিবী শুন্যে ভাসমান কোন বস্তুর গতি, বেগ,ত্বরণ, কৌনিক বেগ কিংবা গতিহীনতা পরিমাপের জন্য কোন আদর্শ পত্র নয় :
ধরাধরি :
ধরি মহাশুন্য কিংবা স্পেসে ১ ফুট ব্যাসের দুটা গোলাকার পার্টিকল x ও y রয়েছে (উপরের ছবি দ্রষ্টব্য )। তারা পরস্পর ৫ মিটার দুরত্বে অবস্থান করছে ।
কোন বস্তু স্থির কি গতিশীল সেটা পরিমাপ করতে গেলে একটা সত্যিকার স্থির বিন্দু দরকার হবে, ধরি x ও y পার্টিকলদ্বয়ের বাইরে A একটি সত্যিকার স্থির বিন্দু, যেটা সকল সময়েই স্থির- নিশ্চল দশাপ্রাপ্ত।
ধরি শুন্য স্পেসে পার্টিকলদুটা একই কক্ষপথে এমনভাবে চক্রাকারে ঘুর্নায়মান যেন তাদের মধ্যবর্তী দূরত্বের কোন পরিবর্তন না হয় । উদাহরণস্বরূপ দুটো মেয়েকে একে অপরের দুহাত ধরে চক্রাকারে ঘুরাকে বিবেচনা করতে পারি ।
পর্যবেক্ষণ :
নিরপেক্ষ অবস্থানে দর্শকের দৃষ্টিতে : আপনি যখন পার্টিকল দুটির বাইরে অবস্থানকারী দর্শক হয়ে (ধরি) A বিন্দুতে বসে পার্টিকলদুটির ঘূর্ণন পর্যব্যাক্ষণ করবেন তখন উভয় পার্টিকলকেই আপনার দৃষ্টিতে ঘুর্নায়মান মনে হবে ।
পার্টিকল x এ অবস্থাকারী দর্শকের ক্ষেত্রে: ধরুন আপনি পার্টিকল x এর বাসিন্দা । পার্টিকল x এ অবস্থানরত অবস্থায় যখন পর্যবেক্ষণ করবেন তখন x পার্টিকলকে আপনার দৃষ্টিতে স্থির মনে হবে এবং x পার্টিকলের গতিশীলতার দরুন y এবং A পার্টিকলদুটোকে মনে হবে গতিশীল ।
সুতরাং দেখা যাচ্ছে A বিন্দুটি স্থির থাকা সত্বেও আপেক্ষিকতার দরুন ওটাকেও গতিশীল মনে হচ্ছে । যদিও আমরা ধরে নিয়েছিলাম A বিন্দুটি ইউনিভার্সাল স্থির ।
সিদ্ধান্ত : শুন্যে অবস্থান করে কোন বস্তুর অবস্থা /দশা মিসার করা সম্ভব নয় ।
উপরুক্ত সিদ্ধান্তের আলোকে আমরা বলতে পারি, এরিসটারকাস, কপারনিকাস, গেলিলিও, নিউটনদের পৃথিবীর গতিশীলতা নিয়ে প্রদিত তত্ব ১০০% বিশুদ্ধ নয় । পরবর্তী পর্বে আমরা আরো একটি প্যারামিটার নিয়ে আলোচনা করব, যেখানে তারকারাজি ও আমাদের সৌরজগত গতিশীল হওয়া সত্বেও হাজার বছর পরও তাদের মধ্যকার দূরত্বের ন্যুনতম পরিবর্তন না হওয়ার কারণ সম্পর্কে আলোচিত হবে । শুভেচ্ছা সবাইকে ।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৫ রাত ২:৩৮