যে নারী
একাধিক ছেলের প্রেমে পরে
সে নারীর সুখ কচু পাতায় পানির মত।
যে তোমার
সে হাজার আলোকবর্ষ দূরে থাকলেও
তোমারই থাকবে।
বেদনার সাগরে হাবুডুবু খাই
আর সে বলে
আমি নাকি সূর্য স্নানে যাই।
পুড়ে যাওয়া শক্ত মনটাই দেখেছো,
ভিতরের নরম মনটা দেখতে পাওনি।
পাশে থেকেও কত দূরে ছিলে,
তোমাকে ছুলেও হৃদয়টা ছুতে পারিনি।
"হে নারী
খেয়াল রেখো সুখ কুড়াতে গিয়ে
দুঃখ কুড়িয়ে এনো না।"
"রাজ্য ও রাজত্ব তোমার হলে,
হারিয়ে যেওনা পরীমনির দেশে।"
কিছু নারী উড়ে যাওয়ার জন্য,
ডানা গজানো পর্যন্ত অপেক্ষা করে।
"হে নারী
কারো হাসিতে যদি গলে যাও তুমি,
ভেবে নিও তুমি তারই।"
যে তোমার ভালো চায়
মিথ্যে কোন মায়ায় পরে
তাকে কষ্ট দিও না।
বার বার একজনের প্রেমে পরলে
তাকে বলে দিও,
"সে যেন কষ্টের কারণ না হয়।"
"হৃদয়কে কঠিন করেছো,
নাকি ভুলে যাওয়ার অভিনয়,
নিজেকে প্রশ্ন করে দেখো!"
"যে ভালোবাসা চীর অমর,
তুমি যেখানেই যাও,
যার সাথেই হারাও,
বারবার হাজারবার
সেই অমরত্বের স্বাদ নিতে ইচ্ছা হবে।"
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:২৯