তুমি চাঁদের মত।
তাকে বলেছিলাম,
তুমি চাঁদের মত,
সে খুশিতে আমায় ফেলে
তাঁরার রাজ্যে চলে গেল। বাকিটুকু পড়ুন
তাকে বলেছিলাম,
তুমি চাঁদের মত,
সে খুশিতে আমায় ফেলে
তাঁরার রাজ্যে চলে গেল। বাকিটুকু পড়ুন
যে নারী
একাধিক ছেলের প্রেমে পরে
সে নারীর সুখ কচু পাতায় পানির মত।
যে তোমার
সে হাজার আলোকবর্ষ দূরে থাকলেও
তোমারই থাকবে।
বেদনার সাগরে হাবুডুবু খাই
আর সে বলে
আমি নাকি সূর্য স্নানে যাই।
পুড়ে যাওয়া শক্ত মনটাই দেখেছো,
ভিতরের নরম মনটা দেখতে পাওনি।
পাশে থেকেও কত দূরে ছিলে,
তোমাকে ছুলেও হৃদয়টা ছুতে পারিনি।
"হে নারী
খেয়াল রেখো সুখ কুড়াতে গিয়ে
দুঃখ কুড়িয়ে এনো না।"
"রাজ্য... বাকিটুকু পড়ুন
"নিজেকে ঠকিয়ে গড়েছি ব্যথার শহর,
তবুও সে আমায় নাম দেয় সার্থপর।" বাকিটুকু পড়ুন
"যে প্রিয়জনের জন্য
নিজে ত্যাগ স্বীকার করে,
তাকে যাই বলো ব্যর্থ বলো না।" বাকিটুকু পড়ুন
ইতিহাসের সেরা মানব, সেরা জ্ঞানী
প্রিয় নবী মুহাম্মদ স:,
বর্বর ওই মূর্খ জাতিকে
তার স: পরিচয় জানালাম,
তার স: বিষয়ে না পড়ে, না জেনে
যে কাজটি তারা করল,
অজ্ঞতার শহরের বসবাস করে
সর্বনাশের পথটিই তারা ধরল।
একে একে বিনাশ হবি
হয়ে যাবি একদম নিঃশেষ,
সময় থাকতে ক্ষমা চেয়ে
মুসলিম হয়ে গড় শান্তির পরিবেশ।
মুসলিম তোমাদের ভালো চায়
চায়না তোমরা হও বিপদগামী,
সেকারনেই প্রচার হয়... বাকিটুকু পড়ুন