ধরনীর বিস্ময় ভীষণ অচেনা
সুচিত্রা রুপী ওহে তুমি নারী,
বিলিয়ে মুগ্ধতার সুভাষ
হৃদয়ে দাগ কেটে ছড়াও মহামারী,
ফাগুন আহ্বানের মিথ্যে সম্বোধন
নিখুত দংশনে পুরুষ দিশাহারা,
শুকতারা তুমি লুকাও সুখ
সময় গড়িয়ে জীবন ছন্নছাড়া।
গল্পে শোনা এই বচন গুলো
জাল বুনে যায় অন্তরেতে,
দিনের আলোর ন্যায় স্বচ্ছ হয়ে
নারী কেনো যাচ্ছে না প্রতিজ্ঞাতে?
সংসারে নারী যেন পূর্ণতাসাধক
নতুন দ্বীপ জ্বালে অন্ধকারে,
এমন নারী যেদিন থাকবে প্রতিটি ঘরে
বিশ্ববাসী সুখী হবে রমনীর গুণে।
ছবিসূত্র-গুগল।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৪০