আমি যদি গানের মধ্যে দুপদাপ আওয়াজ করি এবং বলি এটা হলো দফ তাহলে হালাল, আর যদি ঐ একই আওয়াজকে বলি ঢোল, তাহলে হারামের ফতোয়া আসবে। বিষয়টি আমার বুঝে আসে না। হালাল হারামের মাপকাঠি কি বাদ্যযন্ত্র নাকি গানের মধ্যকার অন্যান্য দৃষ্টিভঙ্গি??????
সব বাদ্যযন্ত্র হালাল বলছি না। কোন টাইপের মিউজিক শুনে আপনার মন আল্লাহর দিকে ধাবিত হচ্ছে সেটাই মূলকথা। যে গান, কথা, আল্লাহবিমুখ করে সেটা অবশ্যই হারাম।।।।
আমরা বাদ্য হারাম না হালাল তা নিয়েও তর্ক করছি । আবার রিফ্রেশমেন্ট এর জন্য সব ধরনের গানও শুনছি। ডানে,বায়ে, সামনে পিছনে মিউজিকের ছড়াছড়ি। আমরা ডুবে আছি মিউজিকেরর সাগরে। এখন পারছি না সমাজকে মিউজিক মুক্ত করতে।।।।। এখন কি করা উচিত???????
কোথায় যাবে আমাদের পরবর্তী প্রজন্ম????
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৯