একটানা ৮ বছর কাজ করেছি।৫-৬মাসের জন্য নিজেকে নিজে একটু সময় দিতে চাচ্ছি।
এই ৫-৬ টা মাস একেবারে কিছুই যদি না করি তাহলে পাগল হয়ে যেতে পারি।চিন্তা করেছি এই সময়টা শখের কোন কাজ করে কাটিয়ে দেব।
পেচাল বন্ধ করলাম,,,,এই বার কাজের কথায় আসি....
১*নকশী কাঁথা বানাব ২টি।
২*শাক-সবজির চাষ করব।
-------------------------------------------------------
সবজি বাগান নিজেই করতে পারব ইনশাআল্লাহ।
নকশী কাঁথা বানানো নিয়ে আপনাদের সহযোগিতা আশা করছি। জানতে চাই,
*কাঁথা বানানোর জন্য কোন ধরনের কাপড় লাগে?
*কাঁথা'র জন্য সুতি কাপড় কি ebay,Amazon অথবা অনলাইনে অন্য কোথাও পাওয়া যাবে?
*নকশী কাঁথার জন্য কি ধরনের সূতা লাগে?
---------------------------------------------------------
একটা নকশী কাঁথা না বানিয়ে মারা গেলে একটা আফসুস থাকবে

আপনাদের অগ্রিম ধন্যবাদ
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩২