শুনেছেন কোথাও, একটু আগে মারামারি করে (হাতাহাতির মারামারি না , লাঠি, চাকু , রামদা থেকে নিয়ে বন্দুক পর্যন্ত বাদ যায়নি কোনটিই) পনের বিশ জন আহত হওয়ার পর আবার মিশে যায় একসাথে?
বোধহয় না
তবে তা ও মনে হয় শিখতে চলেছি আমরা 'প্রথম আলো'র বদৌলতে।

বলা হল, ছবি তোলার সময় মুখ ঢেকেছে শিবিরের কর্মীরা। তার মানে ওই বেডে আছে শিবিরের লোক। অথচ, তার পাশে চশমা চোখে রাজ্যের ভাবনা ভাবছেন যিনি , তিনি আর কেউ নন , চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রলীগের পরিচিত মুখ , এমবিবিএস ফিফথ ইয়ারের ছাত্র বলরাম পাল।
তাহলে ট্রিক্সটা কোথায়?
যেহেতু মুখ ঢাকা , চালিয়ে দেয়া যাবে যে কারো নামে। পদ্ধতি ভালই। কিন্তু পাশে যে বলরাম সাহেব এসে যাবেন , কে জানত?
তাই বলছিলাম,
ওদের মনে হয় আরো কিছুতে প্রথম হওয়া বাকী।