চোখের পলকে পার হয়ে গেলো সাতটি বছর। সেই ২০০৬ সালের ২০শে জানুয়ারী আমার ব্লগটি খোলা হয়েছিল। যতদুর মনে পড়ে কোন একটা বাংলা পত্রিকায় সামহোয়ারইনব্লগের উপরে একটা ফিচার দেখে এখানে আসা।
এরপর, এরপর, এরপর, এরপর, এরপর, এরপর, এরপর। ................. তারপর আজকের আবার সেই ২০শে জানুয়ারী। সত্যকথা হলো, আমি কখনই কাউকে কিছু দিতে পারিনি। তবে আমি অনেক অনেক কিছু পেয়েছি এই ব্লগ থেকে। দুঃখের সৃত্মিও কম না। তবে সেসব মনে করতে চাইনা।
আমি আছি এই ব্লগের সাথে মিশে একাকার হয়ে। কথা দিয়েছিলাম থাকবো ততদিন যতদিন পর্যন্ত এখান থেকে কিছু পাওয়া যায়। এখন আর তেমন লেখা হয়না তবে আমি হারিয়ে যাইনি, পাশেই আছি, হ্যাঁ পাশেই আছি।
খারাপ লাগে তখন, যখন দেখি কমিউনিটি ব্লগের মূল উদ্দেশ্য থেকে আমরা কখনও কখনও সরে যাচ্ছি। আরো খারাপ লাগে তখন, যখন দেখি আমার প্রোফাইল পিকচারের কাছাকাছি পুরোনো বন্ধুগুলো একে একে হারিয়ে যাচ্ছে। সত্যিই আমি তাদেরকে খুবই অনুভব করি। সত্য আরেকটি কথা হলো, এই ব্লগে আসার পর থেকে আমার বয়স আর বাড়ে না। যেখানে ছিল সেখানেই আছে।
আবারও কথা দিলাম .................
.......... আমি আছি........... আমি আছি ............
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫