আমি সাথে সাথে গুরুরে একটা মেসেজ পাঠাইলাম, লিখলাম, "এবার আর মনে হয় রাজশাহী যেতে পারছিনা। অফিসের কাজে ব্যাস্ত।"
সাথে সাথে গুরু আমাকে আরো একটি মেসেজ দিয়ে ধন্য করলেন, "গরমের ছুটি শুরু হলো। আম খান।"
আমি আমার ভাষা হারিয়ে ফেললাম। গুরুর এই নির্দেশ পেয়ে। গুরু আমাকে আম খেতে বলেছেন। আমি সত্যিই ধন্য, শত ব্যাস্ততার মাঝেও গুরু আমার একটু হলেও খোঁজ খবর রাখেন। এমন ভাগ্য্ কয়জনার হয় বলেন?