কাল রাত প্রায় ২ মাস পরে রান্না করেছিলাম ..
মেনু ছিল ব্যাচেলর আইটেম---১.ভাত ২. ডিম ভাজা ৩. ডাল ৪. শয়তানি.
প্রথমেই বলে নেই আমার রান্নার হাত তত ভাল না.{সৌজন্যতা প্রকাশ ইমো}
রান্না শুরু হল.প্রথমে ডিম আর ডাল রান্না করলাম।যদিও এগুলো রান্না করতে মজাই লাগে। তারপর ভাত বসিয়ে আমি্ আর হাসান পিসি তে কাজ করা শুরু করে দিসি ওদিকে ভাত এর কথা মনে নাই।



ভাত বেচারা চিক্ষুর মেরে কানতাছে আর লাফাইতাছে..

































কিন্তু পেচ লাগছে রান্না ত করতে পারি না






১২৫ গ্রাম দুধ এ ২ গ্লাস এর জায়গায় ৭-৮ গ্লাস পানি দিসি ২ পাকশি মিলে(আসলে দেওয়ার সময় লিখা পড়ি নাই ত তাই



এখন দুধ বেচারা ত আর মিশে না...

ফর্মুলা এপ্লাই করলাম























সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:৫২