প্রতি রাতেই পূর্ণীমার খোজেঁ বের হই - খুব অবান্তর- খুজে চলা- জোছনা না পেলেও কিছু না কিছু পেয়ে যাবোই - কিছু পাওয়ার আশায়ই মানুষ বাচেঁ -!! আমিও বেচেঁ আছি -মস্তিস্কের সেলে সেলে নিরেটের প্রাচীর জুড়ে স্মৃতির বিচরণে ...মৃত্যু মানেই শেষ ...বেচেঁ থাকা মানেই নতুন প্রজাপতির ডানা দেখার সুযোগ --শুয়োপোকা হয়ে বেচেঁ রইলাম হয় -হয়তো কোন একদিন ডানা জাপটাবোই ----

তুমি চলে যাচ্ছো -
কত গুলো শব্দের চোখে জল
তুমি চলে যাচ্ছো
কত গুলো শব্দের চিৎকারের হাহাকার ...
তুমি চলে যাচ্ছো
কবিতা গুলো আবার হবে আহত বিষাদে ভরে উঠবে- রক্তাক্ত হয়ে পথে প্রান্তরে পড়ে থাকবে ... তুমি চলে যাচ্ছো ...স্মৃতি গুলো কেন ফেলে যাচ্ছো ...?
(নীগুণ দা এর একটা কবিতার ধাচেঁ আচে চড়ালাম )
শৈশবের স্মৃতিময়তা
একটি ফরিং এর পিছু নেওয়া
কিংবা প্রজাপতির ডানা ঝাপটানো পৃথিবীর বুকে দেখেই প্রেমে পড়ে যাই --সেই প্রেম ঘাঢ হয়ে উঠে এই যৌবনময়ে-সেটাও হয়তো তোমায় দেখে-
ছোট পুকুড়ে পাড়ে বসে ঢিল ছুড়লে যে ছলাতছলাত শব্দ
সেই শব্দের প্রেমে পড়েছিলাম -যেই আনন্দ পেতাম
এই যৌবনে তোমার প্রেমে পরে সেই আনন্দ পেতে চেয়েছি বারবার
গৌধুলী লগ্নে রঙ এর মতো আমার মনে তোমায় একেঁছিলাম
সপ্তর্ষি তারা মতো রাত গুনে গুনে আমি ক্লান্ত হয়েছি
নক্ষত্র চুত্যু হবে স্বপ্নেও ভাবিনি
ভালোবাসাটা অনেকটা স্বপ্নের মতোই রয়ে গেলো - বাস্তব হলো ঘুম ভাঙ্গা সকাল --

সান্তনা দিবার মতো কেউ থাকে না খারাপ মুহুর্তের সময় ...
সময় কেটে যায় ক্ষত স্মৃতি ধীরে ধীরে মুছে ফেলতে চায়...
সব চাওয়া কি সবসময় পূরনীয় ?
হয়তো ছেলেটি তাই ভেবেছিল ...কি আর হবে ?
চলে যাবে ...কিছু শূন্য-স্থান ...আবার ভড়াট হবে ...অথবা স্মৃতির বেড়াজালেই কেটে যাবে ...ধুলোময় পৃথিবী অনেক স্মৃতি আকড়ে থেকে -আমি তো ক্ষুদ্রতম এক কণা আমি কেন পারবো না ...পারতে হবেই ...

ধীমা আচে
কষ্ট তাপি ...
তোমরাই আমায় করো অভিমানী -অশ্রু জল মিছে তাতে ভাব হয় -রন্ধনশলীতে ...
ওনিওনটাই আমার ফেবারেইট --কেন না বারবার তোমার হাতেই আসে জলে চোখে একাকার তবুও ভালোবেশে অবশেষে টুকরা টুকরা হৃদয় !!
( ধুর মাথা ঠিক নাই )

এ জীবনে তোমাকে পাই নি
তাই জাতিস্মর হতে চেয়েছি বারবার !!!
পূর্ণজম্মে বিশ্বাস এনেছি বারবার ...
পরজম্মে তোমাকে একান্তে পাবো বলে -!!

সবাই সবাকে খাচ্ছে ...
বাস্তুসংস্থান ...প্রেম কে গিলে খাচ্ছে পুজিবাদঁ ভালোবাসা হচ্ছে কুক্ষিগত টাকার কাছে
লোভ বাড়ছে - সততা হচ্ছে ব্যাংকের ডিপজিট ...
লকারে পুড়ে রাখছে চরিত্র ...সব লু রা আজ চরিত্রের সার্টিফিকেট নিয়ে ঘুড়ছে ...
সেদিন প্রেমিকাকে রজনীগন্ধা দিলাম ...সে নাকি এর থেকে বেশি ভালোবাসে টিউলিপের সেন্ট ...বাহারী রঙের নেইলপালিস ...অথবা ঘাঢ় লিপিস্টিক ... হায় খোদা ...ভালোবাসা কয়দিন পড়ে সেড় দরে বিক্রয় করতে নামবে সব প্রেমিক -প্রেমিকার দল !!
পুনশ্চঃ বিকারগ্রস্থা মস্তিস্কে এর থেকে বেশি কিছু ক্ষরণ হতে পারে না ...
আততায়ীর হাতে খুন হলো যুবক !!
নির্লিপ্ত ভোরে
উত্তপ্ত রক্তের চলাচল ক্রমশে উর্দ্ধে -চোখে লেলিশিখায় মৃত্যুর ভয়ের থেকে বেশি বিস্ময়ের আবির্ভাব
সব মোহ উপেক্ষা করে হালকা গাংচিলের সাদা পালকের মতো খসে পড়লো তার নিস্থর দেহ ।
ইচ্ছের মৃত্যু-স্বপ্নের আর্তনাদ-কামনার নৃত্ত্য নিঃস্তব্ধ
নিশ্চল আগুন্তুক হয়ে শিরনামের পাতা ভাড়ি হয়ে উঠে - পড়ে থাকে নথিকরণে আবদ্ধ
।। অবশেষে জানা যায় ......... !! আবহাওয়ার সতর্কবানীর মতো ...
লাস্ট বেঞ্চে ফেলে এসেছি
মন বলে অদৃশ্য অলীক বস্তু
মস্তিস্কের সেলে সেলে শিরায় শিরায় এমন কি উপশিরার বাস্তুসংস্থান হয়ে আবার ফিরে আসে অযাচিত ভাবে !!
প্রশ্ন জাগেঃ
তুমি বলে ভাবনার জগৎ সৃষ্টি স্থান কোখায় ?
>> সম্ভব্য উত্তর
১) মন ( যেটা এখন অদৃশ্য এমন কি বিজ্ঞানীক ভাবেও অমীমাংসীত )
২) মস্তিষ্ক ( যেখানে তুমি নামের মেয়েটা বাস করছে )
অনেক দিন হল দেখি না তোমায় !
সেই পূর্ণ জ্যোৎস্নায় - অবাক হাসনাহেনা শিউলী বকুলের ঘ্রাণে - শাণ বাধা ঘাটে -ছলছল টলমল জলের সন্তরন
দিঘীর জলে কার ছায়া গো --সেই কদম ফুলের দিনে -
অথবা অঝোর বৃষ্টিধারা দিনে তোমার কথা মনে পড়ে - পড়বে ...
কত দিন দেখা হয় না তোমায়
কত দিন দেখি না তোমার মায়া ভড়া চোখের চাহনি
না দেখতে দেখতে মনে হচ্ছে ক্ষনে ক্ষনে অন্ধত্বা জেকে বসেছে বুকের কাচাঁ নিরেট মস্তিষ্কে সেলে সেলে
স্পন্দনের শিহরনে -শিরায় শিরায় রক্তক্ষরনে-
দৃষ্টির মোহে
নিশ্বাসের গভীরে
হৃযন্রের ঢুব ঢুব শব্দের যে চিৎকার করে যে বন্ধিশালা থেকে ছুটে, ছিড়ে, বের হয়ে তোমায় দেখার জন্য !!
অবশেষে ... আলোতে জ্বলসায় চোখ !! তবুও...দূরেই ভালোবাসা একা বসে থাকে !!
সব কিছুর নিঃষেশ আছে -অনুভূতিরও হয়তো -হয়তো অনেকে আতেঁল বলে গালি দিবে - বিশ্বাস করুন আমি মোটেই লজ্জিতবোধ নই -- এমন নয় যে কষ্ট পাই না তবে এমন নয় যে চলে গেছে বলে সব শেষ --আমি মানি না ভালোবাসলে যে পেতেই হবে --আমি মানি ভালোবাসাই মূল ব্যাপার (আবার আতেঁল মার্কা কথা কইতাছি )
আজ একটা মেসেজ লিখেছি - ছ্যাকাঁ দিবস হিসাবে হাহাহা প্রাক্তন প্রেমেকাকে পাঠাবো -- মেসেজ দিচ্ছি মাস ৬ পর লাস্ট এসএমএস দিয়েছিলাম মনে হয় --জম্মদিনে ... যাই হোক আজ মনে পড়ে গেলো তাই পকর-পকর করতাছি আমি দুঃখিত ---
যেখানেই থাকো ভালো থাকো ... চাইতে ভুলে গেছি হারাবার ভয়ে ---
তাই কিছুই এখন প্রত্যাশা করি না --তবে ভালো থাকো এইটাই কামনা ......... (আরে বেকুম এই লেখা কি পড়বে -বেকুবঃ না তবে মনে মনে উইস তো করলাম আহহাহাহাহা )
লাইফে ছ্যাঁকার অভিজ্ঞতা এবং কিছু পাগলামী টাইপের পুষ্ট নিজ অভিজ্ঞতা থেকে কিছু অনুভূতি প্রকাশ !! বকা ফ্রিতে দিতে...
:# (লাইফে ছ্যাঁকার অভিজ্ঞতা এবং কিছু পাগলামী টাইপের পুষ্ট নিজ অভিজ্ঞতা থেকে কিছু অনুভূতি প্রকাশ !! (২)
কিছু অগুছালো স্বপ্ন ও ছবির অনুভূতি !! (আমার প্রেম ! তোমাকে ঘিড়ে বেচেঁ থাক !! ) কিছু কুড়ানো...
বিকারগ্রস্থ মস্তিস্কের বিকার ভাবনা !!! কিছু স্মৃতি কিছু অনুভূতি এখনও বহন করছি !!
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১২ রাত ১:৫১