ইতিহাসের মূল ধারাকে অস্বীকার করলে যা হয় আর কি! একটি বড় রাজনৈতিক দলের হয়েছে সেই অবস্থা। উনারা জন্মলগ্ন থেকেই অসংলগ্ন আচরন করে আসছেন। ইতিহাসের উলটোপথে হেঁটে এসেছেন। আজো তাই-ই করছেন।
যে কারনে এদেশের মুক্তিকামী মানুষ দীর্ঘদিন বলার পরে কোর্ট ডিক্লিয়ার করেছে যে উনাদের শাসনকাল অবৈধ ছিল। সেটা নিয়ে উনারা ক্ষমতায় থাকাকালীন কত নাটক করেছিলেন। তবুও শেষরক্ষা হয় নাই। সেই রেশ এখনো চলছে। কোন জবাব ইতিহাসেও নাই উনারাও দিতে পারেন নাই।
এরপরে এখন আরেক ঝামেলা উনাদের কাঁধে চেপেছে। কর্ণেল তাহের বীর উত্তমের ফাঁসি নিয়া। এটাতে কোর্ট জেনারেল জিয়াউর রহমান বীর উত্তমকে ফাঁসিয়ে দিয়েছে। ঠান্ডা মাথার খুনী বলে উল্লেখ করেছে। অবশ্য আইনী মৌলভী মওদুদ সাহেব আগেই উনার বইয়ে এসব বিষয়ে ইঙ্গিতবহ কথা লিখে রেখেছেন। সেটাও কোর্ট আমলে নিয়েছে। এখন উনারা দলগতভাবে পড়েছেন মহা-ফাঁপড়ে। ব্যক্তি মওদুদ পড়েছেন আরও গভীর সংকটে।
মানে গোদের উপরে বিষফোঁড়া।
এখন আবার জবাব দেয়ার জন্য মিটিং আলোচনা ইত্যাদি করবেন নাকি! আচ্ছা এটার কী জবাব হতে পারে? যা-ই হোক বা উনারা দিক সেটা তো আরেকদফা মিথ্যাচারের দলিল হবে, তাই না? সত্য তো কোর্টই বলে দিয়েছে। আর যদি উনারাই সত্যটা বলেন তাহলে কোর্ট কী মিথ্যা নয়? সেটা কিভাবে সম্ভব? উনাদেরকেই স্বিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা নিক।
এখন প্রশ্ন হলো, এই যে উনারা বারবার অতীতের কৃতকর্ম ও মিথ্যাচারের জন্য দোষী সাব্যস্ত হচ্ছেন এতে কী উনাদের কোন শিক্ষা হচ্ছে? ইতিহাসের মূলধারায় আসার কোন লক্ষন কী উনাদের মধ্যে আছে? না, এখনো দৃশ্যমান নয়।
কেননা, এখন উনারা রাজাকার রক্ষায় কর্মসুচী পালন করছেন। সাম্প্রদায়িক শক্তিকে উৎসাহিত করছেন নানাভাবে। এসবের অসংখ্য তথ্য-প্রমান আমরা পত্রিকা/টিভিতে দেখেছি। হেফাজতিদের দিয়া ১৩ দফা দেওয়াইলেন। বাবুনগরীও বলছেন আরো নানা কথা। এসবের জন্য কী একসময়ে আবার জবাব দিতে হবেনা? আবার কাঠগড়ায় দাঁড়াতে হবে না? আমার বিশ্বাস হয়ত যুগাধিক কালের মধ্যেই আবার উনাদেরকে এখনকার কর্মের জন্য তিরস্কৃত হওয়ার প্রেক্ষিতে জবাব দিতে হবে।
এভাবে আর কত??????????
ভোটের বাজারে আপনারা জিতেছেন, ক্ষমতা ভোগ করেছেন। এগুলোর কোনকিছুই ইতিহাসের মূল ধারা বলে প্রমান করেনা। হয়ত আরো ক্ষমতা ভোগ করবেন। কিন্তু ইতিহাসের মূল ধারায় আসলে ভোটের বাজারের তো কোন ক্ষতি হবে না, তাইনা? মুক্তিযুদ্ধের উত্তরাধীকারদের মধ্যে, তরুন প্রজন্মের মধ্যে বিভক্তি না করে... এবার আসুন না ইতিহাসের মূল ধারায়!!!!! প্লিজ।