কিছুকাল গেছে শোকে
কিছুকাল উপেক্ষায়-অপমানে-শ্লেষে
কি যে এক বেদনাহত আনন্দের অন্তহীন পরিক্রমা!
ঘুমহীন বিচিত্র রাতের নগরী জানে শুধু,
তারপর কত যে কাল গেছে উড়ে শীতের হাওয়ায়
কতকিছু হারালো ধুলোয় কাদায়।
এখনো তো কিছুকাল বাকি
এবার না হয় পরতে দাও-
শরীরে জীবনের ক্লান্তিহীন সেই জামা,
যাবেই না হয় রাত্রিশেষের তারার মতো,
অতীতের অভ্যাসে রঙাশ্লেষে দাঁড়াও বলি-
বিদায় তবে,
বিদায় প্রিয়তমা।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৩