somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার পরিসংখ্যান

বেওয়ারিশ পাণ্ডুলিপি
quote icon
আমরা সবাই নিজের পৃথিবীতে একলা, এই একলা থাকার মাঝেই ছোয়া দিয়ে যায় অনেক কিছু, আশেপাশের নানা মানুষ, প্রতিকুল-অনুকুল নানা ঘটনা, কখনো কখনো আপাতদৃষ্টিতে অনেক তুচ্ছ বিষয়, এসব নিয়েই আমাদের জীবন বোধ। আমার সেই জগতটাকে সবার কাছে মেলে ধরবার জন্যই এই প্রচেষ্টা, হয়ত এর অনেক কিছুই অনেকের জানা তবে এমন কিছুও হয়ত থাকতে পারে যা সবার কাছে সম্পুর্ন নতুন।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

তিন টুকরো কবিতা

লিখেছেন বেওয়ারিশ পাণ্ডুলিপি, ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২০

১.
সুন্দর এখনো লেগে আছে হৃদয়ে
আর তার দ্যোতনা আছে বাঁচায়
তুমি ভুল করে চলে গেছো বলে কি -
মোহ্যমান হয়ে থাকবো অসুখে ব্যথায়?

ভালোবাসা কি মুদ্রা কোনো যে-
... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৬৩ বার পঠিত     like!

হে হৃদয়েরর ভগিনী

লিখেছেন বেওয়ারিশ পাণ্ডুলিপি, ১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০২

কিছুকাল গেছে শোকে
কিছুকাল উপেক্ষায়-অপমানে-শ্লেষে
কি যে এক বেদনাহত আনন্দের অন্তহীন পরিক্রমা!

ঘুমহীন বিচিত্র রাতের নগরী জানে শুধু,
তারপর কত যে কাল গেছে উড়ে শীতের হাওয়ায়
কতকিছু হারালো ধুলোয় কাদায়।

এখনো তো কিছুকাল বাকি
এবার না হয় পরতে দাও-
শরীরে জীবনের ক্লান্তিহীন সেই জামা,

যাবেই না হয় রাত্রিশেষের তারার মতো,
অতীতের অভ্যাসে রঙাশ্লেষে দাঁড়াও বলি-
বিদায় তবে,
বিদায় প্রিয়তমা। বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১২৯ বার পঠিত     like!

লিজাদি

লিখেছেন বেওয়ারিশ পাণ্ডুলিপি, ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪২

তোমাকে কতখানি চাই-
খররৌদ্রে ঝড়ে জনহীন বর্ষায়
বিশুষ্ক তৃণদলে,
ছুরির মতোন শিশিরের নিঃশব্দ সঞ্চারনে,
অপরাজেয় স্মৃতির অপরুপ দীর্ঘশ্বাসে,
কিংবা আমার-
শরীরের ক্লান্তিহীন নিশিন্দার ছায়াপথে,
-সে কথা লিখে পুরে দিয়েছি
গত রাত্তিরের বেদনার খামে....

পেলে জানিও
তোমাকে যাবে পাওয়া
আর কতখানি ক্ষতির দামে। বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১০৪ বার পঠিত     like!

কোথাও কোনো ক্রন্দন নেই

লিখেছেন বেওয়ারিশ পাণ্ডুলিপি, ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৪

আমি দেখছি চেয়ে নিরলস চোখে
এক অবসর অতলে
উপকূল ধেয়ে আসছে ক্লান্তি;
কি যে উত্থান তার বিরামহীন।
মনে হবে যেনো
একটি মহাকাল
একটি মুহুর্তের করতলে
নবজাতকের মত বিভোররকম আছে শুয়ে, আর-
এক্ষণি ঘুমোবে সে।
কে আর বুঝবে
কি যে স্তব্দতার মহাসুখে আমার প্রাণ
শান্ত হয়েছে নৈঃশব্দ্যের অপার সংগীতে আজ!
বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৪৫ বার পঠিত     like!

কিংবা কিছু নয় কিংবা কিছু

লিখেছেন বেওয়ারিশ পাণ্ডুলিপি, ২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৮

কেউ আমাকে কখনো যত্নে কিংবা অযত্নে বুনে উলের কিছু উপঢৌকন অথবা অনোপঢৌকন হিসেবেও দেয়নি। যে তার বুননশৈলী দেখে দেখে কী রকম এক অনুভূতি হবে আর স্নেহে স্নেহে প্রীতির রুপ নেবে। সে স্নেহের জনকে প্রীতির জনকে ঘনিষ্ঠ রকমে পেতে এক উৎসুক উৎসৃজন জন্মাবে, আমি জানিনা তাকে প্রেম বলবো কিনা। প্রেমের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৩ বার পঠিত     like!

হে দুঃসময় এক হও

লিখেছেন বেওয়ারিশ পাণ্ডুলিপি, ২৬ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৬

আমরা ছুটছি অনিশ্চয়তার অন্বেষণে
শেষহীন অস্থীর কামনার বৃত্ত হতে
এর তবু শেষ হবে কোথাও না কোথাও
যেখানে আমাদের প্রস্থান আছে থেমে।

দীর্ঘ রাত্রি শেষে জন্তুর মতোন ক্ষিপ্রতায়
একদিন ভোর আসবে এখানেও
খামছে তুলবে অনিশ্চয়তার পলেস্তারা
তখন আমি তুমি অসম্ভবের কাঠগড়ায়
জীবন যেখানে হাত বাড়িয়ে
অনন্তের দ্বারে নাড়ছে কড়া
আর আমাদের একে অন্যের প্রতি
ক্রমশ বেড়েই চলেছে ধ্রুপদী ঋণ
ইতোপূর্বেও আমরা কেউ কারো... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫৯৬ বার পঠিত     like!

নিখুঁত ট্রাজেডির বাৎসল্য

লিখেছেন বেওয়ারিশ পাণ্ডুলিপি, ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৬

কতো বোধি মাথার ভিতর রচে যায় কতো জাল
অগণিত মৃত্যুর সুস্থির নৈঃশব্দে গড়ে ওঠে মহাকাল
সুপক্ক শূন্যতা কাঁধে নিয়ে ভাসাই কৌমুদীর ভেলা
ঠাঁই নাই ঠাঁই নাই চৌদিকে রক্তের উজ্জ্বল অবহেলা।

তাকাও এইদিকে তাকাও অন্তর্ঘাতময় সোনার কাঠি
দেখো কোমল হরিণের পায়ে আজ নিজেই নিজেকে কাটি
অন্যের দায়ে আমাতে কি দ্রবীভূত লাশের কানন
ক্ষণিক আমি তবু, ঝিনুকের বিষ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮৬ বার পঠিত     like!

পতিতা

লিখেছেন বেওয়ারিশ পাণ্ডুলিপি, ২২ শে জুন, ২০১৪ দুপুর ১২:১৬

পাপ হবেরে তোর পাতকিনী পরম পাপ

যদি বলিস-

আমি তোর কেউ নই, কেউ ছিলামনা,

বসন ছেড়ে দর্পণে মুখ করে দাঁড়া

দেখবি তোর দেহে কিছু নেই

আমার সমুদয় আগ্নেয়াস্রের চিহ্ন ছাড়া।

বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১৮ বার পঠিত     like!

অসংগতির সংলাপ

লিখেছেন বেওয়ারিশ পাণ্ডুলিপি, ০৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

ভোরের কূয়াশামাখা একটি শালিক

প্রতত সঙ্গতি স্থাপন শেষে

উস্কানিমূলক ডানা ঝাপটে চলে যায়

দীর্ঘ সঙ্গতিযাত্রায় ঘোর আপত্তিবেশে।



গতরাতে বহুযুগের পড়ে থাকা অলস টেলিফোনে

সহসা এক নারী- জানায় তৃষ্ণার্ত আকুতি, ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮১ বার পঠিত     like!

স্বত্বদান

লিখেছেন বেওয়ারিশ পাণ্ডুলিপি, ০৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

আমার প্রাপ্তিতে তোমার হোক অনিষ্ট

এ আমি চাইবোনা।



আমি তোমার ঝকঝকে নদী জল পার হয়ে

সকাতর পিপাসায় শুষ্ক কণ্ঠে ফিরবো ঘরে

ডুকরে উঠবে জানি সমস্ত হাড়মাস

তবু, তোমার হোক যৎসামান্য ঈর্ষার অনুরণন ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৯ বার পঠিত     like!

হলোনা

লিখেছেন বেওয়ারিশ পাণ্ডুলিপি, ২০ শে মে, ২০১৪ রাত ৮:৪১

অনুচ্চারিত প্রার্থনায় কোন এক মৃত প্রেমিকের

শববাহক হতে চেয়েছিলাম

সংঘাতহীন রাগিণীর সুস্থীর সমবেদনায়

জানি এর কোন অর্থ নেই, তবুও...



বিধ্বস্থ নিস্তব্দতা থেকে স্তব্দতার নিরাপদ কবরে

নেই বিরুপ আকাশ, বিব্রত হাহারব, মৃত্যু-আর্তনাদ ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৭ বার পঠিত     like!

রঙ্গশালা

লিখেছেন বেওয়ারিশ পাণ্ডুলিপি, ২০ শে মে, ২০১৪ সকাল ৯:৫৮

আজকে শিবের বাণ ডেকেছে

লাল মসজিদে সেজদা দেবার

বিধি-বিধান ত্যাজ্য করি

তোরণ খোল রাণী এবার........... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮০ বার পঠিত     like!

পতিতা

লিখেছেন বেওয়ারিশ পাণ্ডুলিপি, ১৯ শে মে, ২০১৪ রাত ১১:৫৭

পাপ হবেরে পাতকিনী পরম পাপ

যদি বলিস-

আমি তোর কেউ নই, কেউ ছিলামনা,

বসন ছেড়ে দর্পণে মুখ করে দাঁড়া

দেখবি তোর দেহে কিছু নেই

আমার সমুদয় আগ্নেয়াস্রের চিহ্ন ছাড়া। বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০২ বার পঠিত     like!

হাহাকার

লিখেছেন বেওয়ারিশ পাণ্ডুলিপি, ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪১

আমার উষ্ণতা ফেরৎ চাইছি মেয়ে,

পৌষের কোন রাতে সঞ্জীবনী উজাড় করে

যতটুকু দিয়ে ছিলাম,

তার চাইতে বেশী কিছু নয়।



যতটুকু উষ্ণতায় শীতল-রঙিন স্পর্শ আগন্তুক হয়ে

ফিরে যায়। ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৩ বার পঠিত     like!

কেঁদোনা অতীত

লিখেছেন বেওয়ারিশ পাণ্ডুলিপি, ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৭

কেঁদোনা অতীত, কেঁদে কি হয়

অবারিত কান্নায় বাড়ে ক্ষতি আর ক্ষয়।

সীমিত অশ্রুর অমিত বিনাশে

রক্তে বর্ধিত হয় বীভৎসতা, অসুখ

দূর্মুল্যে যা হয়েছে যাপিত

দয়ার্দ্রচিত্তে যে ঘুমোতে চায়

তাকে ঘুমোতে দাও, ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১১২ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৫৬৫৫ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ