আমরা ছুটছি অনিশ্চয়তার অন্বেষণে
শেষহীন অস্থীর কামনার বৃত্ত হতে
এর তবু শেষ হবে কোথাও না কোথাও
যেখানে আমাদের প্রস্থান আছে থেমে।
দীর্ঘ রাত্রি শেষে জন্তুর মতোন ক্ষিপ্রতায়
একদিন ভোর আসবে এখানেও
খামছে তুলবে অনিশ্চয়তার পলেস্তারা
তখন আমি তুমি অসম্ভবের কাঠগড়ায়
জীবন যেখানে হাত বাড়িয়ে
অনন্তের দ্বারে নাড়ছে কড়া
আর আমাদের একে অন্যের প্রতি
ক্রমশ বেড়েই চলেছে ধ্রুপদী ঋণ
ইতোপূর্বেও আমরা কেউ কারো ছিলামনা কোনদিন।