ভোরের কূয়াশামাখা একটি শালিক
প্রতত সঙ্গতি স্থাপন শেষে
উস্কানিমূলক ডানা ঝাপটে চলে যায়
দীর্ঘ সঙ্গতিযাত্রায় ঘোর আপত্তিবেশে।
গতরাতে বহুযুগের পড়ে থাকা অলস টেলিফোনে
সহসা এক নারী- জানায় তৃষ্ণার্ত আকুতি,
উদ্বাস্তু মন সমাধির খোলস ভেঙ্গে
ফিরে পায় অধুনার তূরীয় উৎসব মেল,
সুদীর্ঘ আলাপচারিতায় সেও
উপগত হয় বর্তমান নিশ্চিতের আকণ্ঠ অনির্মাণে।
জীবন অবাঞ্ছিত ঘোরাবৃত
নিথর বিদেহী শতচ্ছিন্ন হৃৎপিণ্ড।
সত্ত্বার অবিচ্ছেদ্য আলিঙ্গন আজ বিমূখ
স্বকীয়তায় বনিবনাহীন
প্রথাগত নামে মাত্র মানুষ এক
দিকভ্রান্ত শব হয়ে আছে-,
পদাঘাত! পদাঘাত! পদাঘাত শুধু।
এই কি মানুষের জীবন?