অনুচ্চারিত প্রার্থনায় কোন এক মৃত প্রেমিকের
শববাহক হতে চেয়েছিলাম
সংঘাতহীন রাগিণীর সুস্থীর সমবেদনায়
জানি এর কোন অর্থ নেই, তবুও...
বিধ্বস্থ নিস্তব্দতা থেকে স্তব্দতার নিরাপদ কবরে
নেই বিরুপ আকাশ, বিব্রত হাহারব, মৃত্যু-আর্তনাদ
নিজস্ব রীতির নিপুণ নিরিখের সওয়ার হয়ে
ছুঁয়ে ফেলা যায় অনায়াসে অপার্থিব আকাঙ্ক্ষা
কারো পরম ছায়াচ্ছন্ন শীতল শান্তির সুবাদে...
যেহেতু, অপ্রেমিকের শববাহক হতে কেউ রাজি নয়।
অবিসংবাদিত স্বাতন্ত্রিক কামনায় কোন এক মৃত কবির
সমব্যথী হতে চেয়েছিলাম
বৈষম্যহীনতার নৈমিত্তিক অনুরাগে
হয়তোবা এরও কোন মানে নেই, তবুও...
অনিচ্ছার কারণ কবিকে কখনও
প্রবল ভাবে নাড়া দেয়
উদ্বুদ্ধ করে শৈল্পিক মহানির্মাণে
দ্বিধাহীন চলে যার লিখনি ঝঞ্ঝার বেগে
কোন এক অলিখিত অবেলার অবসরে
হয়তো হবো প্রয়োজন দুর্মূল্য বাকবিনিময়ে
যেহেতু, কবির সমব্যথী হতে কেউ ইচ্ছুক নয়।
হলোনা কিছুই,
এতটুকু ইচ্ছা পোষণেই আমাকে থামতে হল
যখন আমার জীবন্মৃত শবদেহ টেনে হেঁচড়ে নিচ্ছে
কেতাদুরস্ত এক ক্ষুধার্ত নারী।