কেঁদোনা অতীত, কেঁদে কি হয়
অবারিত কান্নায় বাড়ে ক্ষতি আর ক্ষয়।
সীমিত অশ্রুর অমিত বিনাশে
রক্তে বর্ধিত হয় বীভৎসতা, অসুখ
দূর্মুল্যে যা হয়েছে যাপিত
দয়ার্দ্রচিত্তে যে ঘুমোতে চায়
তাকে ঘুমোতে দাও,
কেন তাকে জাগিয়ে তোলো বারম্বার?
কেঁদোনা অতীত, কেঁদোনা ঝর্ণার নয়ন
কেঁদে কি লাভ, কেঁদে কি হয়
কান্নায় বাড়ে তো কেবলি ক্ষতি আর ক্ষয়।