
তেতুলিয়া বাংলাদেশের সবচেয়ে উত্তরের উপজেলা। পঞ্চগড় জেলা থেকে এর দূরত্ব ৪০ কিলোমিটার। তেতুলিয়া থেকে চোখে পড়ে ভারতের পশ্চিমবংগ। তেতুলিয়া থেকে ১৭ কিলোমিটার দূরত্বে বাংলাদেশের সবচেয়ে উত্তরের সিমানা বাংলাবান্ধা। মহানন্দা নদীর একপ্রান্তে বাংলাদেশ আরেকপ্রান্তে ভারত। হিমালয়-দুহিত তেতুলিয়া অপরূপসুন্দর এক উপজেলা। তেতুলিয়া এবং বাংলাবান্ধার কিছু উল্লেখযোগ্য ছবি দিয়েই সাজালাম আজকের ছবি ব্লগ।

তেতুলিয়ার নামের সাথে জড়িয়ে আছে এই তেতুল গাছ। প্রজাদের মধ্যে যারা সঠিক সময়ে খাজনা দিতে না পারত তাদেরকে তেঁতুলগাছের গোঁড়ায় বাঁধে রাখা হত। আর এ কারণেই নাকি তেতুলিয়ার নামকরণ করা হয়।


পঞ্চগড় থেকে তেতুলিয়া যাওয়ার পথে এরকম ছোট বড় অনেক পাথর ভাংগার দৃশ্য চোখে পড়বে।







তেতুলিয়া যাওয়ার পথে দেখবেন ভারতীয় অপরূপ সৌন্দর্যের চা বাগান


মহানন্দা নদী এবং নদীতে পাথর তোলার দৃশ্য

তেতুলিয়া থেকে বাংলাবান্ধা যাওয়ার রাস্তা এটি

বাংলাবান্ধা বাসষ্ট্যান্ডে এভাবেই দু একটি ভ্যান দাড়িয়ে থাকে অতিথিদের অপেক্ষায়
কারণ এখানে কোন রিকসা নেই।

সিমান্তের কাছাকাছি ভারতীয় গ্রাম এবং কাঁটাতারের বেড়া

অবশেষে বাংলাবান্ধা জিরো পয়েন্ট

জিরো পয়েন্টের বিপরীত দিক


সবশেষে কালো রংগের সিমান্ত গেইট
ভ্রমণ বিষয়ক আমার অন্যান্য ছবি ব্লগ
১। একটি গাছ প্রকৃতিকে দান করেছে অপরূপ সৌন্দর্য
২। চন্দ্রাবতীর বাসভবন এবং কিশোরগঞ্জের উল্লেখযোগ্য কয়েকটি ছবি
৩। ঈশা খাঁর জংগল বাড়িতে একদিন
৪। একটি ব্যতিক্রমধর্মী কৃষি শিক্ষা সফর