
আজ আমি ছাদে বাগানের অন্যতম সংগঠন বাংলাদেশ গ্রিণ রুফ মুভমেন্ট এর শিক্ষা সফরের কিছু ছবি সকলের সাথে শেয়ার করতে চাই। শিক্ষা সফরটি ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জার্মপ্লাজম সেন্টার, ময়মনসিংহ। বাংলাদেশ গ্রিণ রুফ মুভমেন্ট এর কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এই শিক্ষা সফরে অংশগ্রহন করেন।

প্রফেসর ড.এম.এ. রহিমের (প্রকল্প পরিচালক,ফলগাছ উন্নয়ন প্রকল্প,উদ্যানতত্ত্ব বিভাগ,বা.কৃ.বি. ) সাথে আমি এবং সংগঠনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বাগানের আংশিক ছবি

টক বা জেলী পেয়ারা

পাতা বিহীন বারমাসী আমড়া গাছগুলো ভরে আছে আমড়াতে

ড্রাগন ফ্রুট গাছগুলোকে এভাবেই টায়ার দিয়ে আটকিয়ে রাখা হয়েছে

নরম সবুজ ঘাসে সারাদিন শুয়ে থাকতে মন চাইবে

পি .এইচ .ডি অধ্যয়নরত ছাত্র জনাব মোঃ শামছুল আলম আমাদেরকে জার্মপ্লাজম সেন্টার ঘুরিয়ে দেখাচ্ছেন
বি.দ্রঃ জনাব ড.এম.এ. রহিম এবং শামছুল আলমের আথিতেয়তা আমরা চিরিদিন শ্রদ্ধা ভরে স্মরণ করব।
(পোষ্টটি কিছুক্ষণ আগে সামান্য লিখার পর ড্রাফট করতে গিয়ে অসাবধানতাবশতঃ পোষ্ট আকারে চলে গিয়েছিল। ইতিমধ্যে কয়েকজন উক্ত পোষ্টটি পরে মন্তব্যও করেছিলেন। সেই পোষ্টটি মুছে ফেলার কারণে তাদের নিকট আমি আন্তরিকভাবে দুঃখিত)
আমার ওয়েব সাইট
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৪০