প্রচলিত অর্থে এটাকে হয়ত মুভি বলা যাবে না। তবুও বলি, ব্লগটা যখন প্রথম লিখি, তখন মনে হয়েছিল এটা ভিডিও করে ফেলতে পারলে খারাপ লাগত না।
কিন্তু আমার ভিডিও করার অভিজ্ঞতা নেই , এডিটিং এর অভিজ্ঞতা নেই , কলাকুশলী নেই, মুভি তো আকাশ কুসুম কল্পনা।
সব সীমাবদ্ধতাকে মাথায় রেখেই কাজে হাত দিলাম। ইউনিভার্সিটি অব টেক্সাস আর্লিংটনের বাংলাদেশ নাইটের জন্য তৈরি হল সাড়ে সতেরো মিনিটের চিত্রনাট্য
কে জানে , এটাই প্রথম কোন ব্লগের চিত্রনাট্য রুপ কিনা। সেটা হোক বা না হোক , ধন্যবাদ সামহোয়ার ইন ব্লগ
ব্লগ লিংক : Click This Link
১. ০৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪১ ০
পেছনে এমন অদ্ভুতভাবে কে কথা বলে?