হারানোর পর।
মাঝে মাঝেই গুটিয়ে নিতে চাই নিজেকে,
যতো বেশি চেষ্টার করি ততো বেশি ছড়িয়ে পড়ি,
সুতো ছিঁড়ে যাওয়া তসবি দানার মতো।
বাধ্য হয়েই বিকৃত বিভৎস মুখ গুলোর আরো কাছে চলে যাই।
নিজের একান্ত মানুষ গুলোকে হাড়িয়ে ফেলেছি,
অন্ধের মতো হাতরে হাতরে খুঁজে ফিরি,
ঐ বিকৃত মানুষগুলো খ্যা খ্যা করে হাসে আমার কান্ড দেখে। অন্ধ,... বাকিটুকু পড়ুন
