ভাষা আন্দোলন বিষয়ে পড়াশুনা করতে ইচ্ছে হওয়াতে ভাবলাম আগে দেখে নেই এই বিষয়ে কি কি বই আছে। কি কিনতে পারি... অনলাইনে তেমন কিছু খুজে না পেয়ে এই পোস্ট লিখতে বসেছি। আপাতত অল্প কয়েকটা বই এর নাম লিখেছি। আস্তে আস্তে আরো বই খুজে পেলে এখানে যোগ করতে থাকব... আপনারা কেউ আরো বই এর নাম ও লেখকের নাম জানলে এখানে উল্লেখ করলে বাধিত হব!
গবেষনা ভিত্তিকঃ
একুশের দলিল - এম আর আখতার মুকুল - অনন্যা প্রকাশ
ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা - এম আর আখতার মুকুল - শিখা প্রকাশনী
ভাষা আন্দলন - হুমায়ুন আজাদ
ভাষা আন্দোলন ও শহীদ মিনার - রফিকুল ইসলাম
শহীদ মিনার - রফিকুল ইসলাম
বাংলা ভাষা আন্দোলন - রফিকুল ইসলাম
বাংলাদেশের সাহিত্যে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ - রফিকুল ইসলাম
তাজউদ্দীন আহমদের ডায়েরি থেকে - গ্রন্থনা: সিমিন হোসেন রিমি - প্রতিভাস প্রকাশনী
ভাষা আন্দোলনের আগে ও পরে - মুহাম্মদ শফী
‘একুশে ফেব্রুয়ারী’ - হাসান হাফিজুর রহমান সংকলিত
ভাষা আন্দোলন ইতিহাস ও তাৎপর্য - আবদুল মতিন-আহমদ রফিক - জাতীয় সাহিত্য প্রকাশনী
আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস- অপরূপ তালুকদার - অগ্রদুত বইঘর
ভাষা আন্দোলনের ইতিহাস - বশির আল হেলাল- বাংলা একাডেমি
বাংলা ভাষা ও ঐতিহাসিক ভাষা আন্দোলন -মুহম্মদ মতিউর রহমান - বাংলা সাহিত্য পরিষদ
ভাষা আন্দোলনের স্মৃতি ও কিছু জিজ্ঞাসা - আহমদ রফিক - একাডেমী পাবলিশার্স
নাটকঃ
কবর (১৯৬৬) (নাটক) - মুনীর চৌধুরী
উপন্যাসঃ
আরেক ফাল্গুন - জহির রায়হান
ভাষা-আন্দোলন জাদুঘর : ২০০৯-২০১০ সালে ভাষা-আন্দোলন জাদুঘর একাডেমীর ঐতিহ্যবাহী বর্ধমান হাউসের দ্বিতীয় তলায় স্থাপন করা হয়।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৫৩