রিয়াদ, তোকে আজ, এখন হঠাৎ করে কেন জানি খুব মিস করছি। তাই আমার খোলা ডায়রীতে লিখছি তোকে। একটু আগে ফেইসবুকে একজনকে জন্মদিনের উইশ করতে গিয়ে মনে পড়লো আজ ২৩মে। অন্য একজন কার যেন জন্মদিন। অনেক পরে মনে পড়লো আজ সুমির জন্মদিন। নোটবুক ঘেটে সুমির নাম্বারটা বের করলাম। নাম্বারটা বন্ধ। হয়ত তোর আমার কথা ভুলেও মনে পড়েনা ওর। সেই গ্রুপটা থেকে শুধু তুই আমি আজও কিছুটা আপন আছি। কিছুটা বলছি বলে ভাবিসনা, সম্পর্কটা "কিছুটা"র মত ক্ষীন হয়ে গেছে। আসলে তুই দেশের বাইরে চলে যাবার পর থেকে আমি বড্ড একা হয়ে গিয়েছি। সুমি, শাফি কেউ আর যোগাযোগ রাখেনি। শুধু তুই হাজার মাইল দুরে থেকেও ছায়ার মত আমার পাশে থাকিস! তোর মনে আছে তুই সুমি কে বাটার চিকেন বলে ডাকতিস বলে কত মার খেয়েছিস ওর হাতে? আমার খুব জানতে ইচ্ছে করে সুমি কী এখনও বাটার চিকেনই আছে নাকি, গ্রীল চিকেন হয়েছে!
আমাকে প্রিনসেস ডাকতিস বলে কতইনা ক্ষেপিয়েছে ওরা তোকে। শাফি "পটকা" কে আমি একদিন দেখেছিলাম বসুন্ধরা সিটি তে। ডেকেওছিলাম। কিন্তু ও শুনতে পায়নি। আমি দৌড়ে ধরার আগেই লীফটে উঠে গেল। আর পাইনি। দেখলাম ও আর পটকা নাই, ভালোই মোটা তাজা হইছে। আহারে তুই ওরে কতদিন বলছিস টি শার্টের মধ্যে বালিশ ঢুকিয়ে নিতে। আমি কেন যেন আজকের সন্ধ্যাটায় তোকে খুব মিস করছি। তুই থাকলে হয়ত চলে আসতে বলতাম। তারপর হাওয়ায় উড়ে বাইক টেনে চলে যেতাম পিজ্জা হাটে। তোর পিজ্জা খাওয়ার অভ্যাসটা তুই ছাড়তে পারলিনা।আমি কিন্তু ছেড়ে দিয়েছি। বাটার চিকেন হওয়ার ইচ্ছে নাই আমার!
আজকে যখন ভাইভা বোর্ডে ঢোকার আগে তোর ম্যাসেজটা পেলাম "Do it princess" তখন সমস্ত ভয়টা কেটে গেল। কোথা থেকে যেন আমার সমস্ত আত্মবিশ্বাস টা ফিরে এলো। ফলাফল অনেক গুলো প্রশংসা। তুই কেন যেন সবসময়ই আমার লাকি চার্ম! স্যার ম্যাডামরা যখন প্রশংসা করছিল আমি মনে মনে তোকে ধন্যবাদ দিচ্ছিলাম। সাইন্স কী বলে জানিনা, তবে এটুকু জানি বন্ধুর একটা সাহসের কথা আরেক বন্ধুর জীবনকে অনেক খানি সহজ করে দিতে পারে। যেমন করে আমার জীবনের প্রতিটা কঠিন সময় তুই সহজ করে দিয়েছিস!
তোর মনে আছে আমার ১৮তম জন্মদিনের কথা? সারারাত ডি জে পার্টি করে ভুলেই গিয়েছিলি আমার কথা। আমিও রাগ করে ছিলাম, বলিনি তোকে। তোর জোরাজুরি তে তোর সাথে বেরিয়েছিলাম। তুই আমার জন্যে আমার খুব প্রিয় রজনীগন্ধা নিয়ে এসেছিলি। ১৮টা স্টিক। সাথে একটা গোলাপি কিউট টেডী বেয়ার। আমি রাগ করে ওগুলো নিচ্ছিলাম না বলে তুই মিরপুর ১০ এর গোল চক্করে দাঁড়িয়ে শত মানুষের মধ্যে কান ধরে দাঁড়িয়ে গেলি। তুই পারতিও। কতইনা ফিল্মি ছিলি। সে কথা মনে হলে আজও লজ্জায় আমার কান লাল হয়ে যায়। বাঁদর! ইশ সেদিন মানুষ ভাবছিল আমরা বুঝি কাপল। আবার হয়ত অনেকে ভাবছিল এত সুন্দর ছেলেটা এই কাউয়ার জন্য কান ধরে ক্যান?
এই লেখা পড়ে তুই হয়ত ভাবছিস আমি তোকে মাচকা লাগাচ্ছি। মাঝে মাঝে তোকে তেল দিতে আমার খুব ভালো লাগে। আমি তোকে অনেক মিস করি রে। গরমে শার্ট খুলে কোমরে বেঁধে বাইক চালানো বন্ধুটা আমার এখন শীতের দেশে কম্বল গায়ে ঘুরে বেড়ায় ভাবতেই ভালো লাগেনা। missing u cheesy!