সেদিনের অপেক্ষায়............যেদিন আমার কানাগলিতে হারিয়েছ তুমি। তুমি হারাতে চাও, আমি হারাতে দেই...............সেদিন আমার মাথায় থাকবে সুগন্ধি বেলী ফুলের মালা। তুমি অন্তহীন তার ঘ্রাণ নেবে। আমি দেখছি তুমি হারিয়ে যাচ্ছ, আমি হারাতে দিচ্ছি......। আমার নেশায় তোমার আকুলতা। তুমি পথভ্রান্ত উদ্ধত পথিক, আমি তোমার সে পথ। তুমি হাঁটছ, এপার থেকে ওপার.............। তোমার পায়ের ছাপ আমার বুকে।
তোমার যাবার পথ আমি সুবাসে ভরিয়ে রেখেছি অনেক আগেই। তুমি আজ পথের সাথি.......। বিবশনা পথের সমস্ত অহংকার আজ তুমি পদদলিত করবে। উদ্যাম হও পথিক! পথের এ প্রান্তে উন্মুখ দুটি সিক্ত নদীর স্রোত তোমার দিকে ধা ধা করে এগোচ্ছে। তুমি তার নির্যাস শুষে নাও পথিক। তার এপাশে উচ্চশির অশোকের ডাল আজ দুমড়ে মুচড়ে দাও। ছিড়ে ফেল তার প্রতিটি পাতা, শিরা, উপশিরা.................. তুমি আজ শুধুই তোমার, তোমার নেই কোন দয়া, নেই কোন বাঁধন। তুমি যাও.......................
অশোকের মাঝখানে কালো ভ্রমরের ওড়াউড়ি দেখে বিভ্রান্ত হবেনা একদম। ওদের কোন ক্ষমতাই নেই তোমাকে থামায় আজ। তুমি যাও..........ঢালু পথ বেয়ে নেমে যাও যতদূর তোমার মন চায়। পথের সাধ্যি কি তোমায় আটকায়? পথই বা আর কতকাল নির্মোহ থাকবে? কাশবনের পথ মাড়িয়ে হেঁটে যাচ্ছ তুমি। কাশফুলের গালে টোকা দিয়ে মাদল বাজাও তাদের কানে।
আজকে তোমার পাবার পালা। আর তুমি হারাবেনা। আর তুমি হারিয়ে কাঁদবেনা। হাঁটো পথিক হাঁটো। চাঁদের বুড়ির স্বপ্নের গুহায় ঢুকে আজ ইচ্ছে মত সাজাও তাকে, কিংবা ধ্বংস করো! বাণের জলে ভরাও আজ জগৎ সংসার। তোমার কোন মায়া নেই আজ, নেই কোন বাঁধন। পথ তোমায় আটকাবেনা আজ। আজকের দিনে পথিক পথের নয়, পথ পথিকের!!