তুমি আমাকে কখনই আর ফোন দিবা না। কক্ষনই না।আর একবার কল দিলে আমি কিন্তু মোবাইল টা আছাড় দিবো।চিৎকার করে বলি আমি।মেজাজ ভয়াবহ খারাপ আমার।ওপাশ থেকেই বলা হচ্ছে তৃনা কি হয়েছে? আমি কি করছি? আমি তো কিছুই বুঝতেছি না।প্লিজ এমন করোনা শান্ত হও। ফোন টা কেটে মোবাইল অফই করে দিলাম।কথা বলতে ইচ্ছে করছে না।
সকাল থেকেই আমার মেজাজ খারাপ হয়ে আছে।আর উনি ন্যাকা, কিচ্ছু বুঝে না,যেন জানে না কি করছে !সেই সকাল থেকে ওর কল এর জন্য ওয়েট করছি অথচ সে একবারও কল দেয়নি।জানি সকাল বেলায় ক্লাস ছিল তাই বলে একটু ফ্রি হয়ে কল দেয়া যেত না? সারা রাত কথা হয়েছে তো কি হয়েছে! ও তো জানে আমার এখন ক্লাস নেই সারাটা দিন বাসায় একা।টিভিতে ফালতু সিরিয়াল দেখতে চরম বিরক্ত লাগে।তাইত চাতক পাখির মত তার কলের অপেক্ষায় বসে থাকি।তাও আমি কল দিলাম কিন্তু ওয়েটিং দেখাল।আমার মনে হচ্ছিল আমার শরীরে যেন আগুন ধরে গেছে।ও ওয়েটিং থাকবে কেন? আমি ছাড়া সে অন্য কারো সাথে কথা বলবে !এটা আমি কক্ষনোই মেনে নিতে পারব না। বার বার কল দিলাম অথচ সে কথা বলেই যাচ্ছে,আমার ফোন রিসিভ ই করছে না। কিছুক্ষন পরে কল দিয়ে দেখি মোবাইল অফ।মেজাজ এত খারাপ হল যে নিজের চুল ছিড়তে ইচ্ছে করছিল। নিশ্চয়ই তিথীর সাথে কথা বলছিল।ওই ডাইনী টা আমার শুভ কে আমার কাছ থেকে কেড়ে নিতে চায়।কি করব কিছুই বঝতে পারছিলাম না।ভাগ্যিস রাফা আসছিল বাসায় নইলে অনেক কান্না করতাম।রাফা বিকেল পর্যন্ত ছিল বলে তেমন একটা খারাপ লাগেনি কিন্তু ওর উপর মেজাজ খারাপটা কমেনি।যত বার কল দিলাম তত বার ই অফ।ও ইচ্ছে করে নিশ্চয়ই অফ করে রাখছে।ছেলে গুলা এমন হয় কেন? তাইতো এখন ফোন দেয়াতে মেজাজ আরো খারাপ হয়ে গেল।সারাদিন খবর নাই আর এখন বলে কি কর তৃনা?যেন কিছুই হয়নি !
সন্ধায় আমি ঘুমাই না তারপরও আজ ঘুমিয়ে পরেছিলাম।কি সুইট একটা স্বপ্ন! দেখলাম শুভর স্পর্শে আমার ঘুম ভেঙ্গে গেলে,আমরা হাতে হাতে রেখে রেল লাইনে হাটতে হাটতে দিগন্তে হারিয়ে গেলাম।ইস এমন কি সত্যি ই হবে? কবে হবে ? আমার যে আর অপেক্ষা করতে ভালো লাগছে না।বিছানা ছাড়তে ইচ্ছে করছিল না যদি স্বপ্নের আবেশ টা হারিয়ে যায়।মা অবশ্য অনেক্ষন ডাকাডাকি করে গেলেন । বিছানা ছেড়ে মোবাইল টা খুজে বের করলাম,দেখি উনি আমার রাগ ভাঙ্গানোর জন্য কি করেছেন।অন করতেই দেখি ৭৩ টা এস এম এস। পড়ব এর সাথে সাথেই উনি আবার কল দিলেন,যদিও এত মেসেজ দেখে রাগ অনেকটাই কমছে তারপরও রাগ এখনো আছে বুঝানোর জন্য ওকে ব্লক করে মেসেজ পড়া শুরু করলাম।মেসেজ গুলো দেখতে দেখতে ছোখে পানি চলে এল।আমি এত স্টুপিড কেন? ছেলেটাকে এত কষ্ট দেই।আমি যখন কল করেছিলাম সে তার স্যারের সাথে কথা বলছিল,গত রাতে কথা বলার পর সে আর মোবাইল চার্জ দেবার সময় পাবে কই ভোরেই তো ক্লাসে চলে গেল।এটা না ভেবেই আমি রাগ করে বসে আছি।শুভ আমাকে এতটা ভালবাসে ভাবতেই কান্না চলে আসে,আর আমি কিনা ওর সাথে রাগ করি,নানা ভাবে ইগ্নোর করে কষ্ট দেই।সে নিশ্চই দুপুর থেকে কিছু খায়নি স্যারের কাজে উনার সাথে ছিল বলে আর আমি রাগ করে আছি বলে তো পরে কিছুই মুখে দেবে না। তারাতারি আনব্লক করে কল দিতে যাবো তার আগেই সে কল দিলে।রিসিভ করেই আমি সরি বলে কেঁদে দিলাম।ও একটু রাগ না করেই বলল বারান্দায় আসো। বারান্দায় গিয়ে সামনে তাকিয়ে কিছুই দেখালাম না।জিজ্ঞেস করলাম কি ব্যাপার বারান্দায় আসতে কেন বললা? ও বলল ভাল করে তাকিয়ে দেখ।
দেখি ল্যাম্প পোস্টের নিচে বিধ্বস্ত চেহারা নিয়ে আমার শুভ দাঁড়িয়ে আছে ।বুকে উপর এক টুকরো কাগজ তাতে মার্কার দিয়ে একটা স্মাইলি আকা নিচে লেখা সরি।
দেখে আমার মনে হচ্ছিল সারা পৃথিবীর সব সুখ আমার জন্য।এই ছেলেটা পাশে থাকলে অন্য কিছু না থাকলেও চলবে আমার।ওকে আমার পেতেই হবে,যেভাবেই হোক।এর জন্য যা করা লাগে আমাকে তা করতেই হবে। আবার চোখে পানি চলে আসল।আচ্ছা এত কান্না পায় কেন আমার? ইচ্ছে করছে ছোটে গিয়ে ওর বুকে ঝাপিয়ে পরি।কিন্তু কি করা সব ইচ্ছে কি আর পুরন হয় !