১) প্রিয়জন কে খুব মিস করছেন? সে পাশে থাকলে কতই না ভাল লাগত,হাত ধরে গল্প করা যেত।মনের সে অব্যক্ত কথাই এসেছে এ গানে
wish you were here ---pink floyd
২) কিছু স্বপ্ন আর প্রিয় মানুষটার যোগ্য হবার জন্য তার কাছে থেকে দূরে শহরে এসেছেন কাজের দায়ে,তারপর ও রাত নিঝুম হলে মনটা এই ইট পাথরের জঙ্গল ছেড়ে চলে যায় সেই পাহাড় ঘেরা গায়ে যেখানে আপনার প্রিয় মানুষটির বসবাস
Kanchan ----anjan datta
৩) কোথায় ছিলে তুমি ? যখন আমি ছিলাম অসহায়,স্বপ্ন হারা,দিক ভ্রান্ত পথিক।কোথায় ছিলে তুমি যখন আমার কাটছে বিনিদ্র রাত।অসম্ভব ভাললাগার একটা গান,খুব আবেগের সাথে শুনলে চোখে পানি আসতে বাধ্য
Coming back to life -----pink floyd
৪) যেখানেই থাকো সুখে থাক,তোমার জন্য রাখা ভালবাসা এখনো সযন্তে রেখে দিয়েছি,অনেক আবেগের একটা গান,প্রয়াত জাফর ইকবালের আবেগ মাখা কন্ঠে শুনলে আপনি আবার সেই দিন গুলুতে ফিরে যাবেন।
Sukhe Theko o amar nondini-------jafor iqbal
Click This Link
৫) প্রিয় মানুস গুলো এই পৃথিবী ছেড়ে চলে গেছে না ফেরার দেশে বা আপনার ভালবাসার মানুষটা আপনাকে ভালবেসেও নিয়তির দায়ে আজ অন্য কারো। আপনার হৃদয় নিংড়ানো প্রশ্ন। আচ্ছা তুমি কি আমাকে চিনে নিবে কিংবা আমার হাত ধরবে, স্বর্গে যখন আমাদের আবার দেখা হবে?
Tears In Heaven ------Eric Clapton
৬)হয়তবা এই দিন আর থাকবে না কোন দিন,আমি চলে যাব তুমিও চলে যাবে ।
(আমার বাসার পাশে স্কয়ার এ আজম খান মারা যান যখন নিউজটা শুনি তখন এই গানটি শুনছিলাম,শোনার সাথে সাথেই চোখ দিয়ে পানি পরতে শুরু করে,কিছু তেই বন্ধ করতে পারছিলাম না )
Hoytoba Ek Din---Ajam khan
৭) বৃষ্টি দেখে আমার মন খারাপ হয়ে যায়,কারো হাত ধরে ভিজতে ইচ্ছে করে ।কিন্তু মানুসের সব চাওয়া কি পুরন হয়?
Cholo Brishtite Bhiji----Habib & Sabina
৮) এই জোছনা,এই মেঠোপথ দেখে মনে হয় এই জীবন টা মন্দ না ।বয়ষ বাড়ছে একদিন চলে যেতে হবে তবুও কবিতা প্রার্থনা
Kobita Prarthona ----Sumon-Aurthohin
৯) দেশ,মাটি প্রিয়মানুস দের থেকে অনেক দূরে প্রবাস জীবনের আর্তনাদ,কত দিন দেখিনা তোমায় আমার বাংলাদেশ
|Probas theke----Sumon –Aurthohin
Click This Link
১০) বৃষ্টি নেমেছে ,আমি হেটে যাচ্ছি মেঠোপথ ধরে,কত দিন তোমায় দেখিনা। তোমায় নিয়ে দেখা স্বপ্ন গুলো আজ আধারে হারায়,আমি কাদি নিরবে।
Apitaf----Aurthohin ---Sumon
Click This Link
১১) প্রিয় মানুষটার কলের আশায় বসে আছেন? অপেক্ষা আর ভাল লাগছে না? এই গানটা শুনে দেখুন
TUMAR CALL ER ASHAI
(গায়ক বা ব্যান্ড এর নামটা আমি জানিনা,গানটা খুজে না পেলে আমি পরে আপ্লোড করে দিব )
১২) পাশের বাসার মেয়েটি আপনাকে ভালবেসে ফেলেছে কিন্তু ছোট্ট বলে আপনি পাত্তা দিচ্ছেন না,আস্তে আস্তে সময় চলে যায় ,একসময় আপনি ভালবাসতে লাগ্লেন কিন্তু ততদিনে সে অন্যের হয়ে গেছে
DON'T CRY JONI----- CONWAY TWITTY
১৩) তুমি অনেক বার বলেছ আমাকে ভালবাস অথচ তোমার মনে ছিল অন্য কেউ,কখনই আমি ছিলাম না।আজ এ রাতে একবার তুমি চোখ খুলে, আমার চোখে তাকিয়ে দেখ আমি কতবার তোমার জন্য কেদেছি
John Denver----Don't Close Your Eyes, Tonight
১৪) পরিবর্তনের হাওয়া বইছে,সে হাওয়ায় বদলে যাবে আমাদের আগামী দিন গুলী
Wind of change---Scorpion
১৫) জীবন পথের নাবিক,আছে অ্যাডভেঞ্চার আছে শত বিপদের হাতছানি। শক্ত হাতে হাল ধরে আছে।
Mark Knopfler ----Sailing To Philadelphia
১৬) তোমাকে ছাড়া একা দীর্ঘ রাত আমার কিভাবে কেটেছে,আমি কিভাবে পথ ভুলে যাই তোমাকে ভেবে।আমার লেখা গল্পগুলোতে কিভাবে তুমি বার বার ফিরে আস। অসঙ্গায়িত কিছু কথা
Tomakei Bale Jabo---Sanjib Chy --dolchut
১৭) যে হারিয়ে গেছে তাকে কি খুজে পাওয়া যায়? আশায় বসে থেকে কি হবে?
Azam Khan ---- Hariye Gechhe
১৮) ভোরের আলো আপনাকে নতুন দিনের স্বপ্নদেখায়,ভাল লাগা অনুভুতি দেয় যে ভাল লাগা টা আপনি সারা জীবন ধরে রাখতে চান মিস্টি হাসিতে
Sunshine on my shoulder -----Anjan datta
১৯) তুমি আসবে বলে আমি স্বপ্ন দেখে যাই,ভালবাসার অনুভুতি গুলো হাতরে বেড়াই
Tumi asbe bole----Anjan Datta
২০) আর কিছুক্ষণ কি রবে বন্ধু ? আমার যে তোমার পাশে থাকতে ইচ্ছে করছে
Bondhu-----james
আমি রিভিউ লিখতে পারিনা,ভাল লাগা গান গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম.অনেক গান ই আস্তে পারত আস্তে আস্তে অ্যাড করে নিব


সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১২ রাত ৩:৪৫